আপনজন ডেস্ক: এবার মোটর ভেহিকেলস সংক্রান্ত নিয়ম সংশোধন করছে কেন্দ্রীয় সরকার। চলতি বছরের ১ অক্টোবর থেকে গাড়ির চালককে আর নিজের সঙ্গে নিয়ে ঘুরতে হবে না ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইন্সুরেন্স ও দূষণ সংক্রান্ত বিষয়ের জরুরী কাগজপত্র। যদিও এজন্য চালককে অবশ্যই সরকারি পোর্টাল দিগি লকার বা এম-পরিবহণ এ যুক্ত করতে হবে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য নথিপত্র। তা না হলে গাড়িতে রাখতে হবে হার্ড কপি।কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয় এ ব্যাপারে একটি নতুন আইন জারি করেছে। সেই আইন অনুসারে, ড্রাইভিং লাইসেন্স এবং ই-চালানসহ একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র তদারকি করা হবে পোর্টালের মাধ্যমে।রাজ্য পরিবহণ বিভাগ ও ট্রাফিক পুলিশের কাছে আসা নোটিফিকেশন বলছে, ট্র্যাফিক পুলিশদের একটি বিশেষ মেশিন দেওয়া হবে। সেই মেশিনে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিলেই গাড়ি সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। ফলে কাগজের ঝঞ্ঝাট থেকে মিলবে মুক্তি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct