শোনা যাচ্ছিল লন্ডনের এক বিখ্যাত স্পোর্টস ম্যাগাজিন কোম্পানি ইনভেস্ট করবে মহমেডান স্পোর্টিং এ। ক্লাবের নতুন সচিব ওয়াসিম আক্রম সঙ্গে দীপেন্দু বিশ্বাস আর শারীক আহমেদ মহমেডানের আধুনিকতার ছোঁয়া আনতে চাইছেন কিন্তু তীরে এসে তরী ডুবতে বসেছে তাদের প্রচেষ্টা। ইনভেস্টররা নিমরাজি হয়ে চলে যাচ্ছে তা কিন্তু নয়, আসলে ক্লাব পরিচালন সমিতির একটা অংশ চাইছেননা ক্লাবের কোনো শেয়ার বেচতে।
যদিও ইনভেস্টরকে ৪৯% দিয়ে অধিকাংশ শেয়ার ৫১% নিজেদের কাছেই রেখেছেন মহমেডান সচিব ওয়াশিম আক্রম। এই মর্মেই চুক্তি হতে চলেছে এই বিখ্যাত কোম্পানির সঙ্গে কিন্তু তাতেও নিমরাজি ক্লাবের এক্সিকিউটিভ কমিটির একাংশ।
এই একাংশের বিরুদ্ধে শুক্রবার বিকেলে ক্লাব প্রাঙ্গণে প্রতিবাদ জানায় "ব্ল্যাক প্যান্থারস মহমেডান ফ্যানস্ ক্লাব" ও "ব্ল্যাক প্যান্থারস মহমেডান স্পোর্টিং আল্ট্রাস"। ইস্টবেঙ্গল,মোহনবাগান-এর মত দলগুলি অধিকাংশ শেয়ার ছেড়ে আইএসএল খেলছে। মহমেডান তা না করাই ক্ষোভে ফুঁসচেন সমর্থকেরা।
মহামেডান স্পোর্টিং এর পূর্বতন পরিচালন সমিতি ইনভেস্টর তো দূরের কথা একটি সঠিক স্পনসর ও পর্যন্ত আনতে পারেননি গত ২০-৩০ বছরে। সমর্থকদের চোখে তাই এখন রীতিমত স্বপ্নের ফেরিওয়ালা এই ওয়াশিম এন্ড কোং।
আগামীকাল সন্ধ্যা ৭.৩০ টায় মিটিং এই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্লাব কর্তৃপক্ষ। তবে ইতিমধ্যেই সমস্ত ফ্যানস্ ক্লাব জানিয়েছেন এবছর কোনো ইনভেস্টর না আসলে তারা বৃহত্তর প্রতিবাদে নামবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct