আপনজন ডেস্ক: চিনের সঙ্গে লাদাখ সীমান্তে বিরোধের পর থেকে ভারতের যুদ্ধ সরঞ্জাম বাড়ানোর প্রক্রিয়া চলছে। এতবার চিন বৈঠকে বসেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর তাদের সেনা মোতায়েন করে চুক্তি ভঙ্গ করছে। এই পরিস্থিতিতে চিনকে বার্তা দিতে নিজ দেশের যুদ্ধ বহর বাড়াতে চলেছ ভারত। আমেরিকার কাছ থেকে আর ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কিনতে চলেছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক।
অতিরিক্ত ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কেনায় সোমবার সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। এই বিপুল পরিমাণ রাইফেল কিনতে রাইফেল খরচ হবে ৭৮০ কোটি টাকা।এই নিয়ে দ্বিতীয়বার আমেরিকার কাছ থেকে সিগ সয়ার মডেলের অ্যাসল্ট রাইফেল কিনছে ভারত।
সংবাদ মাধ্যম সূত্র জানিয়েছে, ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারে অ্যাসল্ট রাইফেলের ঘাটতি মেটাতে ফাস্ট-ট্র্যাক ক্রয় চুক্তি আওতায় প্রথম দফায় ৭২ হাজার ৪০০ সিগ সয়ার রাইফেল কিনেছিল ভারত। দ্বিতীয় দফায় আরও ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কেনার অনুমোদন দেয়া হয়েছে।শুধু রাইফেল নয়, আরও সামরিক সরঞ্জাম কেনার ছাড়পত্রও দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৭৮০ কোটি টাকার অ্যাসল্ট রাইফেল ছাড়াও সবমিলিয়ে প্রায় ২ হাজার ২৯০ কোটি টাকার সামরিক অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম কেনার প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রউল্লেখ করে সংবাদ সংস্থা জানাচ্ছে অ্যাসল্ট রাইফেল ছাড়াও অ্যান্টি-এয়ারফিল্ড অস্ত্র কেনা হচ্ছে ৯৭০ কোটি টাকা দিয়ে। এই অস্ত্র দেশের নৌ ও বিমান বাহিনীর হাত শক্ত করবে। এ ছাড়া অত্যাধুনিক রেডিয়ো সেট কেনা হচ্ছে যুদ্ধক্ষেত্রে নিরাপদ ভাবে যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে। এ জন্য খরচ হবে আরও ৫৪০ কোটি টাকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct