আপনজন ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড এতদিন ছিল মহেন্দ্র সিং ধোনির নাম। কিন্তু এবারে ধোনিকে টপকে গেল অস্ট্রেলিয়ার মহিলা উইকেটরক্ষক আলিসা হিলি। পুরুষ ও মহিলা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ডিসমিসাল এখন হিলির।
১১৪টি টি-টোয়েন্টি খেলে ৯২টি ডিসমিসাল করেছেন হিলি। আর ধোনি ৯৮ ম্যাচ খেলে ৯১টি ডিসমিসাল করেছেন। ধোনি অবশ্য পুরুষ ক্রিকেটে সবার উপরেই থাকছেন। আর আলিসা হিলি অনেক আগেই মহিলা ক্রিকেটে সর্বোচ্চ ডিসমিসালের মালিক হয়েছেন।
অস্ট্রেলিয়া এখন নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। রবিবার ছিল কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ। হিলি এই ম্যাচেই দু’টি স্টাম্পিং করে টপকে যান ধোনিকে। দশ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪২টি ক্যাচ ও ৫০টি স্টাম্পিং করেছেন হিলি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct