আপনজন ডেস্ক: একুশের বিধানসভাকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে বাংলার যুব সম্প্রদায়কে তৃণমূলমুখী করে তুলতে তিনি ‘বাংলার যুব শক্তি’ প্রচার কর্মসূচি লাগাতার চালিয়ে যাচ্ছেন। নিজের এলাকার কর্মীদের উদ্বুদ্ধ করতে ও তৃণমূলের প্রসার ঘটাতে নানা পরামর্শও দিয়ে চলেছেন অভিষেক।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই উদ্যোগকে ত্বরান্বিত করতে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে বিশেষ কর্মসূচি নিয়ে চলেছেন বজবজ বিধানসভার অন্তর্গত বজবজ ১নং ব্লকের মায়াপুর অঞ্চল কমিটি। ব্লক তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো সোমবার বুথভিত্তিক কর্মীসভার আয়োজন করা হয় হাসনেচা সিনিয়ার মাদ্রাসায়। এই কর্মীসভায় আগামী বিধানসভায় কীভাবে তৃণমূল কংগ্রেসকে আরও বেশি ভোটে জয়ী করানো যায় তা নিয়ে আলোচনা হয়্। প্রতিটি বুথের পাঁচ জনের কমিটি নিয়ে অনুষ্ঠিত এদিনের কর্মীসভায় বুথ প্রতিনিধি ছাড়াও ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন।প্রতিনিধি ও ব্লক নেতৃত্বের উপস্থিতিতে।
এদিনের কর্মীসভায় উপস্থিত হয়ে বিধায়ক অশোক দেব মহাশয় রাজনীতির ইতিহাস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেন। তারপর তৃণমূলের সামাজিক অবদান ও রাজ্যের জন্য যে উন্নয়নমূলক কাজ করে চলেছে তার খতিয়ান তুলে ধরেন। এছাড়াও বজবজ বিধানসভার পর্যবেক্ষক ফলতা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং জেলা পরিষদের পূর্ত ও পরিবহণ দফতরের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান বলেন, অতীতের কথা ভুলে গিয়ে একআত্মা হয়ে আগামী ২০২১ এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতার হাতকে শক্ত করতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মায়াপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি ও যুগ্ম সভাপতি মায়াপুর অঞ্চল সেখ মোজাম আলি ও দেবাকর জানা প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct