আপনজন ডেস্ক: রাজ্যের সংখ্যালঘু সমাজকে শিক্ষায় এগিয়ে আনতে বিশেষ ভূমিকা নিয়ে চলেছে আল আমীন ফাউন্ডেশন। মূলত দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের জীবন মণ্ডলের হাটের কাছে আল আমীন ফাউন্ডেশন তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা করলেও এখন জেলা পেরিয়ে নদিয়াতে পৌঁছে গেছে। নদিয়ার পলাশিতে আল আমীন ফাউন্ডেশনের শাখা রয়েছে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা নয, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের ডাক্তার কিংবা ডব্লুবিসিএস অফিসার হওয়ার জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালিয়ে আসছে। এছাড়া, সাসা সমাজসেবামূলক কাজও করে চলেছে।
সম্প্রতি বিদ্যাসাগরের দ্বিশতজন্মবার্ষিকী উপলক্ষে আল আমীন ফাউন্ডেশনের পলাশি শাখার উদে্যোগে এক স্বাস্থ্য সচেতনা শিবির ও শিক্ষা সেমিনারের আলোচনা করা হয়। এই অনুষ্ঠানে ডেঙ্গু জ্বর প্রতিরোধ, করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়। এছাড়া ডেঙ্গু জ্বরের হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে ১০০টি দুঃস্থ পরিবারকে মশারি বিতরণ করা হয়।
সেই সঙ্গে শিক্ষায় কীভাবে সংখ্যালঘু সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে মনোজ্ঞ আলোচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আমীন ফাউণ্ডেশনের এমডি ও ডব্লুবিসিএস অফিসার সাহিন আলম সরদার, অ্যাচিভার সাইটসের এমডি ইরফান খান, বিশিষ্ট সমাজসেবী লাল মুহাম্মদ মণ্ডল, সমাজসেবী-শিক্ষক আকসেদ আলি মল্লিক, ইছা হক সেখ, আল আমীন ফাউণ্ডেশনের নদিয়া শাখার নানা কর্মীবৃন্দ ও সম্মানীত অভিভাবকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct