আপনজন ডেস্ক: সৌদি আরবে ক্রমশ মহিলাদের উপর থেকে কড়াকাড়ি শিথিল করা হচ্ছে তবে, তা ইসলামি রীতি-নীতি বজায় রেখে। এর আগে মেয়েদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল সৌদি আরব থেকে। এবার হিজাব বা বোরখা পরে অ্যাম্বুলেন্স চালানোর ছাড় মিলছে সৌদি মহিলাদের। সৌদি সরকারের সেই ছাড়পত্র মেলার পর সৌদি আরবে প্রথম সারাহ খলফ আল আনজি নামে এক মহিলা হিজাব পরে অ্যাস্বুলেন্স চালিয়ে তাক লাগিয়ে দিলেন। সৌদি আরবের আরবি দৈনিক আল আরাবিয়া জানিয়েছে, সম্প্রতি সারাহ খলফ আল আনজি নামক এক সৌদি নারী প্রথম অ্যাম্বুলেন্স চালিকা হিসেবে দেশে চমক সৃষ্টি করেছেন।
এমনিতে সৌদিতে মহিলাদের কোনও পরিষেবা দেওয়ার ক্ষেত্রে পুরুষদের ধরে রাখার চেষ্টা হয়। কিন্তু এতদিন কোনও মহিলা রোগীকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে পুরুষ অ্যাম্বুলেন্স চালক ছাড়া গতি ছিল না। সেই সমস্যা দূরীকরণে দৃষ্টান্ত স্থাপন করেছেন সারাহ খলফ আল আনজি। এই মহিলা পরিচালিত অ্যাম্বুলেন্স পরিষেবার মাধ্যমে রোগীদের বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়াসহ তাদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে এ রেকর্ড তৈরি করেছেন।
এ সম্পর্কে আল আরাবিয়া আরও জানিয়েছে, সারা আল আনজি উচ্চ শিক্ষিত। জর্ডানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। জর্ডানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন তুর্কি আল সৌদ তাকে বিশেষ সম্মানে ভূষিত করেছেন।
মহিলা রোগীদের জন্য মহিলা অ্যাম্বুলেন্স পরিষেবা চালুর পর ওই অ্যাম্বুলেন্স চালক সারা আল আনজি বলেন, সৌদি আরবে একজন মহিলা হিসেবে অ্যাম্বুলেন্স চালানোর সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে সম্প্রতি সমাজকে করোনার মহামারী থেকে বাঁচানোর জন্যই এ সিদ্ধান্ত নিতে হয়। মানুষের প্রাণ বাছাতে এগিয়ে আসায় সৌদি নাগরিকরা তাকে স্বাগত জানিয়েছে বলে দাবি করেন। তার বক্তব্য, দেশপ্রেমের চেতনা নিয়ে এ সেবা করছি।
যদিও সারাহ বলেন, সৌদি আরবে এর আগে কখনও কোন মহিলাকে অ্যাম্বুলেন্স চালাতে দেখা যায়নি। এবারের মহামারী চলাকালীন আমি যখন অ্যাম্বুলেন্স চালিয়ে রোগীদের সেবা দিচ্ছি তখন বহু মানুষ ফোন করে আমাকে উৎসাহ জুগিয়েছেন। হিজাব পরে অ্যাম্বুলেন্স চালানোয় আমার আগ্রহ দেখে আমার পরিবার আমাকে এই কাজে বিশেষ সমর্থন দিয়েছে। আমি মনে করি এটি এমন একটি ক্ষেত্র যেখানে নারীদেরও এগিয়ে আসা উচিত। অ্যাম্বুলেন্স চালিকা সারাহ তিন ভাইবোনদের মধ্যে ছোট। তাদের পরিবারের সবাই স্বাস্থ্যসেবায় নিয়োজিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct