আপনজন ডেস্ক: সোমবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে প্রয়াত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাঁর জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিবৃন্দ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আইজিপি বেনজীর আহমেদসহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা অংশগ্রহণ করেন। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়। মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর দাফন করা হবে।
গত ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেছিলেন। ৪ সেপ্টেম্বর সকালে করোনা পরীক্ষা করালে তাঁর রিপোর্ট পজিটিভ এসেছিল। সে দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল। এর পর গত ২০ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেলের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। করোনামুক্ত হলেও তাঁর শারীরিক অন্যান্য জটিলতা দেখা দেওয়ায় তাঁকে আইসিইউতেই রাখা হয়েছিল। গতকাল সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মাহবুবে আলম ইন্তেকাল করেন। করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হওয়ার পর হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর।
২০০৯ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে নিযুক্ত হন তিনি। ২০১৪ সালের ১৩ জানুয়ারি অ্যাটর্নি জেনারেল পদে পাঁচ বছর পূর্ণ হয় তার। এরপর আরেক দফায় মেয়াদ বাড়িয়ে তাকে এই পদে বহাল রাখা হয়। আমৃত্যু তিনি এই দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের ইতিহাসে এত দীর্ঘ মেয়াদে আর কোনো অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের রেকর্ড নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct