আপনজন ডেস্ক: মুর্শিদাবাদের সাগরদীঘির হড়হড়ি কৃষি সমবায় উন্নয়ন সমিতি হলে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য শিবির ও বাল্য বিবাহ রোধে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে।
শনিবার এই স্বাস্থ্য সচেতনতা শিবিরের মূল উদ্যোক্তা ছিল কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটি। আলোচনার বিষয় ছিল স্বাস্থ্য সচেতনতা, বাল্য বিবাহ রোধ, প্রভৃতি। অনুষ্ঠানের প্রধান আয়োজকদের মধ্যে ছিলেন কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার মতিউর রহমান, দস্তুরহাট হোসেন আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, সমাজ বার্তা সাপ্তাহিক বুলেটিন খবরের কাগজের সম্পাদক মহ: মুস্তফা শেখ, ' নিপা ' প্রভৃতি স্বেচ্ছাসেবী সংগঠন । উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পস্থিত ছিলেন অ্যাডভোকেট হাবিবুর রহমান। এই মনোজ্ঞ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব সাজেদুর রহমান।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির মহিলা কর্মী পাপিয়া মন্ডল, ফিজিওথেরাপিস্ট ডাক্তার সালাউদ্দিন সাহেব, সাগরদিঘির অন্যতম বিশিষ্ট কবি শেখ সালাউদ্দিন। এছাড়া এলাকার বেশ কয়েকজন মহিলা, কয়েক জন কলেজ পড়ুয়া যুবক -যুবতি ও উপস্থিত ছিলেন। এলাকার সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। স্বাস্থ্য বিধিমান্য করে করে সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানটি সুন্দর ভাবে পরিচালনা করেন মাষ্টার গোলাম কিবরিয়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct