আপনজন ডেস্ক: রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ফের ভারতকে নিশানা করে বক্তব্য রাখলেন। তিনি যখন অভ্যন্তরীণ বিষয় নিয়ে বক্তব্য রাখছিলেন তার প্রতিবাদে রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি মিজিত ভিনিত ওয়াকআউট করেন। এই খবর আল জাজিরা টিভি ওয়েবসাইট সূত্রে জানা গেছে।
শুক্রবার রাষ্ট্রসংঘের ৭৫ তম সাধারণ অধিবেশনে অনলাইনে বক্তব্য রাখেন ইমরান খান। ইমরান অভিযোগ করেন ভারতে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে উগ্র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা পেয়েছে।
ইমরানের অভিযোগ, ভারতের বর্তমান বিজেপি সরকার ইসলামবিদ্বেষকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এর ফলে সেখানকার প্রায় ২০ কোটি মুসলমানের জীবন হুমকির মুখে পড়েছে।
এর পিছনে কারণ হিসেবে ইমরান আরএসএসের আদর্শ দ্বারা ভারত শাসিত হচ্ছে বলে অভিনগ করেন। সেই সঙ্গে তিনি মনে করেন এখন আর ভারতের হিন্দুরা ও অন্য ধর্মের মানুষরা সমমর্যাদার নাগরিক নন।
ইমড়ানোর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস ত্রিমুর্থী। এনডিটিভি সূত্র জানিয়েছে, তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর এটা একটা নতুন কূটনৈতিক কৌশল। পাক প্রধানমন্ত্রীর এই বক্তব্যের উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct