আপনজন ডেস্ক :নিজেদের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৫০ রানে হেরে যাবার পর আজ দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিলো কলকাতা নাইট রাইডার্স । দুটি দলে আইপিএল ২০২০ অভিযান হার দিয়ে শুরু করার ফলে আজকের ম্যাচ থেকে দুটি পয়েন্ট পেতে মরিয়া দুই দলই।হায়দ্রাবাদের হয়ে এদিন টস জিতে ব্যাটিং নেন ওয়ার্নার।
প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের তৃতীয় ওভারে শেষ বলে, আগের ম্যাচে রান পাওয়া জনি বেয়ারস্টেকে বোল্ড করেন প্যাট কামিন্স। এদিন ডেভিড ওয়ার্নার শুরুটা ভালো করলেউ ৩০ বলে ৩৬ রান করে আউট হন ওয়ার্নার। তিন নম্বরে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদের হয়ে ম্যাচের হাল ধরেন মানিশ পান্ডে। ৩৮ বলে ৫১ রান করেন পান্ডে । ৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডরি মারেন পান্ডে। ৩১বলে ৩০ রান করে রানআউট হন ঋদ্ধিমান সাহা। এরপর ৮ বলে ১১ রান নিয়ে মোহাম্মদ নবি এবং ৩ বলে ২ রান নিয়ে অভিষেক শর্মা নট আউট থেকে যান।
শেষমেষ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান করে সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৪৯ রান খরচের পর এদিন দূরান্ত প্রত্যাবর্তন করেন কামিন্স।৪ ওভার বল করে ১৯ রান খরচ করে ১ টি উইকেট পান কামিন্স।এছাড়া নাইট দের বলারের মধ্যে উইকেট পান বরুণ চক্রবর্তী । ৪ ওভারে ২৫ রান খরচে ১টি উইকেট পেয়েছেন বরুণ।
১৪৩ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমে শুরু তেই শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান নারিন। শুরু টা ভালো করলেউ,বড়ো রান না পেয়ে ১৩ বলে ২৬ রান করে আউট হন নীতিশ রানা। কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক ফিরে যান শূন্য রানে ।তবে বলার দের দুর্দান্ত পারফরম্যান্সের পর বাকি কাজ করে ফেলেন ওপেনার শুভমান গিল আর ইয়ন মরগ্যান। এই দুজনেই মিলে কেকেআর-কে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। শুভমান গিল ৭০ রানে অপরাজিত থাকেন। কেকেআর হয়ে সর্বোচ্চ রান করেন তিনিই। গিলের এই ইনিংসে ছিলো ৫ বাউন্ডারি আর ২টো ওভার বাউন্ডারি। মরগ্যান ৪২ রানে নট আউট থেকে যান।দুই ওভার সহ সাত উইকেট বাকি থাকতেই ১৮ ওভারে মাথায় জয়ের লক্ষ্যে মাত্রায় পৌঁছে যায় কেকেআর।হায়দ্রাবাদের হয়ে খালিল আহমেদ, রাসিদ খান ও নটরজন একটি করে উইকেট পান।আইপিএল ১৩তে নাইট রাইডার্সের এটাই প্রথম জয়পয়েন্ট টেবিলে খাতা খুলল কেকেআর। ম্যাচের সেরা নির্বাচিত হন শুভমান গিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct