আপনজন ডেস্ক: একই বলে সর্বধর্ম সমন্বয়। কানাডার অন্যতম সেরা অপথালমোলজিস্ট ডা. জগদীশ আনন্দ রায় বেশ কয়েক বছর ধরে হায়দরাবাদে চালিয়ে আসছেন একটি ক্লিনিক। তিনি ধর্মে মুসলিম না হয়েও রোগমুক্তির জন্য সর্বদাই কুরআন শরিফের বিভিন্ন আয়াত বা বাণী শোনেন। বেশির ভাগই তিনি শোনেন কুরআনের সূরা ইয়াসিন ও সূরা রহমান।
চক্ষু বিশেষজ্ঞ ডা. জগদীশ সাংবাদিকদের জানান, কুরআনের বাণী শোনা হচ্ছে একটা মানবতা। যদিও রোগীর রোগমুক্ত হওয়ার জন্য যেকোনও ডাক্তারখানায় পরিবেশ তৈরির জন্য কুরআন শোনার মাধ্যমে উপকৃত হওয়া যায় বলে তিনি মনে করেন। তার বিশ্বাস, কুরআনের আয়াত সূরা রহমান পড়ে পাঁচবার শুনে রোগীর রোগমুক্তি করতে সক্ষম হয়েছেন।
তবে, তার এই ক্লিনিক শুরুর প্রথম থেকেই তিনি কুরআন শোনেন। এর উদ্দেশ্য হচ্ছে যাতে তার রোগীরা আধ্যাত্মিকভাবে এর সুবিধা পান। কিছু রোগী তাকে জিজ্ঞেস করেন কেন এই কুরআন শোনা। তাদের ধারণা, আমি হয়তো ধর্মান্তরিত হয়ে যাব। কারণ, তাদের কাছে ইসলাম জঙ্গিদের শর্ম বলে বিবেচিত হয়। কিন্তু তিনি শান্তির ধর্ম হিসেবে মনে করে কুরআন শোনেন বলে মন্তব্য করেন। শুধু ইসলাম নয়, তিনি সব ধর্মকে শ্রদ্ধা করেন বলে জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct