আপনজন ডেস্ক: মৌসুমী বায়ুর প্রভাবে কয়েকদিন থেকে বাংলাদেশে মিশ্র আবহাওয়া দেখা দিয়েছে। দেশটিতে কয়েকদিন ধরে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। তবে শনিবার দেশটির আবহাওয়া দপ্তর ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভবনার কথা জানালো।
আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘রংপুর, রাজশাহী ও সিলেট এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। ঢাকাসহ অন্যান্য বিভাগেও বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বয়তে পারে। এছাড়া, আকাশ মেঘলা থাকায় দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। ফলে হালকা শীত শীত অনুভূত হতে পারে।’
শুক্রবার বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। সেখানে গত ২৪ ঘণ্টায় ১৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া, কুড়িগ্রাম ও নীলফামারীতে ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে দু’দিন পর থেকে বৃষ্টির আশঙ্কা কমতে থাকবে এবং পরবর্তী ৩ দিন আবহাওয়ার অবস্থার খুব বেশি পরিবর্তন হবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct