আপনজন ডেস্ক: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন তাঁর পরিবার। তিনি এখন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (CMH) চিকিৎসাধীন। ১৮ সেপ্টেম্বর শুক্রবার ভোরে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। এখন সেখানেই চিকিৎসা চলছে।
শনিবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার বিষয়ে তাঁর জামাই সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মো. রিয়াজুল হক জানিয়েছেন, তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (CMH) ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। অ্যাটর্নি জেনারেলের সুস্থতায় পরিবারের পক্ষ থেকে জামাই রিয়াজুল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
তিনি বলেন, গত ২০ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেলের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনামুক্ত হলেও তাঁর শারীরিক অন্যান্য জটিলতা দেখা দেওয়ায় তাঁকে আইসিইউতেই রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। ৪ সেপ্টেম্বর সকালে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। সে দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct