আপনজন ডেস্ক: এদিন দুবাইয়ে আইপিএল ২০২০ সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সিএসকে অধিনায়ক এমএস ধোনি। এ ম্যাচে চেন্নাইয়ের প্রথম একাদশে জায়গা হয় অজিপেসার জশ হ্যাজলউডের। দিল্লি হয়ে ব্যাট করতে নেমে দুর্দান্তভাবে শুরুটা করেন পৃথ্বী শ ও শিখর ধাওয়ান। তারা দুজনে মিলে ৯৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।
ইনিংস দশম ওভারে মাথায় দিল্লি ক্যাপিটালসকে প্রথম ঝটকা দেয় পীযূষ চাওলা। ২৭ বলে ৩৫ রানে খেলতে থাকা শিখর ধাওয়ানকে তুলে নেন চাওলা। তবে এ ম্যাচে দূরদান্ত ছন্দে দেখা যায় পৃথ্বীকে। ৩৫ বলে হাফসেঞ্চুরি করেন পৃথ্বী। ধাওয়ান আউট হয়ে যাবার কিছুক্ষণ পড়েই পৃথ্বী ব্যাক্তিগত ৪৩ বলে ৬৪ রানের মাথায় পীযূষ চাওলার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে। এদিন দিল্লির হয়ে সর্বোচ্চ রান করেন তিনি। পৃথ্বী এই ইনিংসে ছিল ৯ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। এছাড়া ২৫ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন দিল্লির উইকেটরক্ষক ঋষভ পন্থ। ২২ বলে ২৬ রান করেন ক্যাপিটালসের অধিনায়ক আইয়ার।
শেষমেষ নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৫ রান করে ধোনি ব্রিগেডের দিকে ১৭৬ রানের টার্গেট রাখে দিল্লি ক্যাপিটালস। চেন্নাইয়ের হয়ে চার ওভার বলে করে দুটি উইকেট পীয়ূষ চাওলা ও একটি নেন স্যাম কারান।
১৭৬ রান তাড়া করতে ছন্দ হারা হয়ে পড়ে সিএসকের ব্যাটিং লাইন আপ। আরো একবার ব্যার্থ হয় মুরলী বিজয় ও শেন ওয়াটসন। শুরুতেই ব্যাক্তিগত ১৪ রানে মাথায় অক্ষর প্যাটেল বলে আউট হন শেন ওয়াটসন। এই নিয়ে আইপিএলে মোট ছয় বার শেন ওয়াটসনকে আউট করলেন অক্ষর প্যাটেল। আর মুরলী বিজয় ১৫ বলে ১০ রানে করে প্যাভিলিয়নে ফিরে যান। ২১ বল খেলে কেদার যাদব করেন ২৬ রান। এদিন ছয় নম্বরে ব্যাট করতে নামেন মাহি, তবে কাজের কাজ কিছুই হয়নি, ১৫ রান করে আউট হন ধোনি। চেন্নাইয়ের হয়ে একা লড়েন ফাফ দু প্লেসি। রাবাডাদের সামনে ৪৩ রান করেন ফাফ দু প্লেসি।
শেষেমেষ সিএসকে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে চেন্নাই। যার ফলে ৪৪ রানের ব্যবধানে জয় লাভ দিল্লির। পর পর দুটি ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে তিনটি উইকেট নেন রাবাদা। দুটি উইকেট নেন নর্টজে ও একটি উইকেট নেন অক্ষর প্যাটেল। ৪৩ বলে ৬৪ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন পৃথ্বী শ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct