আপনজন ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণের জন্য এ বছর সৌদি আরব সরকার মুসলিমদের হজযাত্রা প্রক্রিয়া সংক্ষিপ্ত করেছিল। মাত্র দেড় হাজার সৌদি নাগরিককে হজ করার অনুমতি দেওয়া হয়। যদিও সামাজিক দূরত্ব মানা সহ যাবতীয় করোনা সতর্কতা অবলম্বন করা হয়। কতিপয় সৌদি নাগরিক এ বছর হজ করার সুযোগ পেলেও ভারত সহ বিশ্বের অন্যান্য দেশের নাগরিকরা সেই সুযোগ পায়নি। শুধু তাই নয়, সৌদি সরকার ঘোষণা করেছিল অনির্দিষ্টকালের উমরাহ পালন বন্ধ থাকছে, যারা হজ ব্যতিরেকে করা হয়ে থাকে। উমরাহ ফের চালু করার এই খবর ইংরেজি দৈনিক আরব নিউজে ফলাও করে ছাপা হয়েছে।
এবার করোনা সংক্রমণ একটু কমতে থাকায় সৌদি সরকার উমরাহ পালন চালু করতে চলেছে। সৌদি হজ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রথম পর্যায়ে উমরাহের জন্য উন্মুক্ত করা হবে আগামী ৪ অক্টোবর থেকে। তবে, এই সুযোগ শুধু থাকছে সৌদি নাগরিকদের জন্য। তবে, তাতেও কিছু বিধিনিষেধ আছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, উমরাহ পালনকালে মক্কার কাবা শরিফে মাত্র তিন ঘণ্টা করে সময় দেওয়া হবে প্রত্যেক উমরাহকারীকে। আর এই উমরাহ করার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হবে ইতামারনা অ্যাপ মারফত।
আরও জানা গেছে, প্রথম পর্যায়ে ছটি সময়ে ভাগ করে প্রতিদিন ৬ হাজার জনকে উমরাহ করার সুযোগ দেওয়া হবে। প্রতিটি গ্রুপে থাকবেন এক হাজার জন।
এ ব্যাপারে সৌদিতে উমরাহ সংস্থা বিশেষজ্ঞ আহমেদ বাজাইফার বলেন, করোনা সংক্রমণের কারণে উমরাহ সাময়িক বন্ধ থাকলেও মুসলিমদের এই ধর্মীয় রীতি পালন থেকে বঞ্চিত করা যায় না। তাই প্রথম পর্যায়ে উমরাহ সৌদি নাগরিকদের জন্য চালু হওয়ার পর সৌদির বাইরের দেশগুলিকে পরবর্তীতে উমারহর জন্য সুযোগ দেওয়া হওয়ার সম্ভাবনা বেশি।
তিনি আরও বলেন, প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে সৌদি নাগরিকরা সুযোগ পাওয়ার পর তবেই অন্য দেশগুলির জন্য দ্বার উন্মুক্ত করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct