আপনজন ডেস্ক: করোনা সংক্রমণ এখনও দেশ থেকে দূরে সরে যায়নি। এখনও প্রতিদিন বেশ কিছু মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তা সত্ত্বেও মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা বিহারে বিধানসভা ভোটের ঘণ্টা বাজিয়ে দিলের। আজ শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার ঘোষণা করল বিহারের ২৪৩টি বিধানসভা আসনে তিন দফায় ভোট হবে। প্রথম দফার ভোট হবে ২৮ অক্টোবর, দ্বিতীয় দফার ভোট হবে ৩ নভেম্বর আর তৃতীয় ও শেষ দফার ভোট হবে ৭ নভেম্বর। ফল ঘোষণা করা হবে ১০ নভেম্বর।
বিহারের ভোট নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পর এবার পশ্চিমবঙ্গে কবে ভোট তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গেছে। কারন, করোনা সংক্রমণ উপেক্ষা করে যেভাবে বিহারের ভোট ঘোষণা করা হয়েছে তাতে পশ্চিমবঙ্গে ২০২১-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা শুধু সময়ের অপেক্ষা।
বিহারে করোনা সংক্রমণ এখনও থামেনি। তার মধ্যেই চলছে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের প্রবেশিকা পরীক্ষা নেট। সামাজিক দূরত্ব বজায় রেখে সেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ দেশজুড়ে। তবুও করোনা সংক্রমণের আশঙ্কা হয়নি। এই পরিস্থিতে বিহারের ভোটের ঘোষণা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
প্রথমত, নির্বাচনের সময় কীভাবে সামাজিক দূরত্ব মেনে ভোটের লাইনে দাঁড়াবেন ভোটাররা, আর তা সুষ্ঠুভাবে মেনে চলা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবু ভোট বড় বালাই। করোনার বিপদের কথা না ভেবেই ভোট ঘোষণা করা হয়েছে বলে তাই অভিযোগ উঠেছে।
সেই সঙ্গে চিন্তা বাড়িয়ে দিয়েছে এ রাজ্যের রাজনীতিকদের। কারণ, করোনা সংক্রমণের মধ্যে ভোট হলে ভোটারদের বুথমুখী করা মুশকিল হবে। কিন্তু পরিস্থিতি বুঝে ভোট ঘোষণা করা না হলে সমূহ বিপদ। সেক্ষেত্রে মানুষের মন বিসিয়ে যেতে পারে। ফলে, ভোটের বাক্সে মতের প্রতিফলন পড়বে তার। সবচেয়ে চিন্তার বিষয় কীভাবে করোনা সংক্রমণের আবহে নির্বাচনী প্রচার চলবে।
এই রাজ্যকে এবার নিশানা করেছে বিজেপি। তাই তাদের কেন্দ্রীয় নেতাদের দিয়ে প্রচার করাতে গেলে করোনা মুক্ত রাজ্য না হলে তাতে সমস্যায় পড়তে হবে। সূত্রের খবর, এখনই ভোট নিয়ে রাজ্যের আপত্তি রয়েছে। কারণ, মানুষের করোনা সঙ্কটে তাদের পাশে থাকাটা এখন জরুরি। তাদের মৃত্যু মিছিল না ঠেকাতে পারলে বিপদ আরও বাড়তে পারে। সেক্ষেত্রে ভোট বানচাল হওয়ার সম্ভাবনা বেশি হবে। তবুও, বিহারের বোট ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক দলগুলির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে চলেছে, কবে এ রাজে ভোট ঘোষণা হবে। যদিও, বিহারে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট নিয়ে জাতীয় নির্বাচন কমিশনার কিছু মুখ খোলেননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct