আপনজন ডেস্ক: দীর্ঘদিন ছিলেন লিওনেল মেসির দল বার্সেলোনায়। কিন্তু এখন দল দল করে উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ চলে গেলেন অ্যাটলেটিকো মাদ্রিদে। কিন্তু বার্সেলোনাকে বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সুয়ারেজ। লিওনেল মেসি শেষ পর্যন্ত বার্সেলোনা থেকে গেলেও থাকছেন না তার সতীর্থ বন্ধু লুইস সুয়ারেজ। বার্সেলোনায় নয় নয় করে ছ বছর কাটিয়েছেন সুয়ারেজ। তার সঙ্গী ছিলেন বন্ধু লিওনেল মেসি। তাই সুয়ারেজকে নিয়ে একটি বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছিল বার্সেলোনা। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়রে সুয়ারেজ। আর সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, বার্সেলোনার আগে সুয়ারেজ খেলতেন লিবারপুলে। ২০১৪ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেনতিনি। বার্সার জার্সিতে ২৮৩ ম্যাচে ১৯৮ গোল করেন তিনি। বার্সার হয়ে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার মুকুট নিয়ে যাচ্ছেন অ্যাটলেটিকো। বার্সেলোনা নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে সুয়ারেজকে ক্লাবের কিংবদন্তী হিসেবে উল্লেখ করে ধন্যবাদ জানায়।
বার্সেলোনার বিদায় অনুষ্ঠানে সুয়ারেজ বলেন, ‘আমি অনেক উত্তেজনা নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদে যাচ্ছি। আমি এখনো চিন্তা করিনি বার্সেলোনা বিপক্ষে খেলতে নামলে কী হবে। মেসি জানে আমি কী চিন্তা করি, আমিও জানি সে কী চিন্তা করে। সে আশ্চর্য্য হয়েছে, আমি শত্রু ক্লাবে যাচ্ছি। তবে দুজনের সম্পর্ক ঠিকই থাকবে।’
বার্সার নতুন কোচ রোনাল্ড কোম্যান আসার পরই জানিয়ে দিয়েছেন, তার পরিকল্পনায় সুয়ারেজ থাকছেন না। নিয়মিত একাদশেও তাকে দেখা যাবে না। এরপর থেকেই সুয়ারজের বার্সা ছাড়ের গুঞ্জন বেড়ে যায়। শেষ পর্যন্ত এটাই সত্য হয়। সুয়ারেজ বার্সার বহুল খরুচে ফুটবলারদের একজন ছিলেন। তার জন্য প্রতি সপ্তাহেই খরচ করতে হয় প্রায় ৪ লাখ পাউন্ড। বার্সাও তাকে ছেড়ে দিয়ে কিছু খরচ কমাতে চাচ্ছিল।লিওনেল মেসি, সুয়ারেজ ও নেইমার এই তিনজন বার্সেলোনায় বেশ জনপ্রিয় ছিলেন। মেসি এবার সুয়ারেজকেও হারাচ্ছেন। নেইমার আগেই প্যারিস সেইন্ট জার্মেইয়ে গেছেন। এবার চলে গেলেন সুয়ারেজও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct