বিশ্বকাপের আগেই লিওনেল মেসি জানিয়ে ছিলেন, দেশকে শিরোপা দিতে না পারলেও জাতীয় দল থেকে এবারে আর অবসর নেবেন না। প্রতিযোগিতার শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর মেসি তার কথা রেখেছেন। তবে এখনই ফুটবল জাদুকরকে পাচ্ছে না আর্জেন্টিনা জাতীয় দল। কমপক্ষে এক বছর তিনি জাতীয় দলের সঙ্গে যুক্ত হবেন না বলে জানা গিয়েছে।
জানা গেছে, আগামী এক বছর দলকে নতুনভাবে দলকে সাজানোর দায়িত্ব পেয়েছেন স্কালোনি ও তার সহযোগী পাবলো আইমার। স্কালোনিও কিছুদিন আগে বলেছেন, মেসিকে তার প্রাপ্য সম্মান দেওয়া হবে জাতীয় দলে। রাশিয়া বিশ্বকাপ শেষ হওয়ার একমাস পার হয়ে গেলেও মেসি এখন পর্যন্ত জাতীয় দলের ইস্যুতে মুখ খোলেননি। টিঅ্যান্ডটি স্পোর্টস বলছে, আগামী সেপ্টেম্বরে গুয়াতেমালা ও কলম্বিয়ার সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা আর্জেন্টিনার। সেই দুই ম্যাচেই থাকবেন না মেসি। প্রশ্ন এখন একটাই, ২০১৯ কোপা আমেরিকায় মেসিকে পাবে তো আর্জেন্টিনা?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct