আপনজন ডেস্ক: মায়ানমারের নাগরিক ৮ তবলিগি জামাত সদস্যের বিরুদ্ধে এফআইআর বাতিল করার নির্দেশ দির বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। এদেরকে পুলিশ গ্রেফতার করেছিল দেশে করোনা ভাইরাস ছড়ানোর অভিযোগে। কিন্তু তাদের বিরুদ্ধে ভারতে করোনা ভাইরাস ছড়ানোর কোনও প্রমাণের অভাবে তাদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর রদ করতে বলল বোম্বে হাইকোর্ট।
গত সোমবার বিচারপতি ভি এস দেশপাণ্ডে এবং বিচারপতি অমিত বরকারের গঠিত বেঞ্চ সোমবার এক নির্দেশে বলে, আটজন মায়ানমার নাগরিক তবলিগির বিরুদ্ধে পুলিশ আইনানুগ ছাড়াই তাদের বিরুদ্ধে এফআইআর ও চার্জশিট দিয়েছে। কোর্ট পর্যবেক্ষণ করে দেখেছে, কোনও ধরনের উপযুক্ত তথ্যপ্রমাণ পাওয়া যায়নি যার দ্বারা প্রমাণ হয় তারা করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছেন। এক নোটে কোর্ট বলে, তারা শুধু স্থানীয় মসজিদে কুরআন-হাদিস পাঠ করেছেন আর নামায পাঠ করেছেন।
আরও বলা হয়, তারা যেহেতু হিন্দি জানেন না তাই তাদের বিরুদ্ধে ধর্মীয় বক্তৃতা দেওয়ার অভিযোগের কোনও প্রশ্ন নেই। আদালত বলেছে, মায়ানমারে অধিবাসী তবলিগিরা করুআন পড়েছেন, তাদের নিজেদের ভাষায় হাদিস পড়েছেন। তারা যে ধর্মীয় স্থানে ধর্মীয় বক্তৃতা দিয়েছেন বা তবলিগি প্রচারে যুক্ত ছিলেন এমন প্রমাণ পাওয়া যায়নি।
আদালত সুত্রে জানা গেছে, পর্যটন ভিসা নিয়ে গত ২ মার্চ ৮ মায়ানমারের অধিবাসী তবলিগি কলকাতা বিমানবন্দরে নামেন। তারপর তারা বিমানযোগে দিল্লি যান। সেখানে ৫ মার্চ পর্যন্ত ছিলেন। ৬ মার্চ তারা নাগপুরে পৌঁছন। আর ৮ মার্চ তারা অনলাইনে বিদেশি নথিভুক্ত অফিসের সি ফর্ম পূরণ করে তার প্রিন্ট আউট নাগপুর পুলিশ কন্ট্রোল রুমের স্পেশাল ব্রাঞ্চের মুসলিম সেলে জমা দেন ৯ মার্চ।
এরপর ১১ মার্চ তাদের সফরসূচি জমা দেওয়া হয় গিতিখাদান থানায়। এই থানা এলাকায় তারা ২১ মার্চ পর্যন্ত ছিলেন। কিন্তু ২২ মার্চ দেশজুড়ে জনতা কারফিউ জারি হওয়ার পর ওইদিন সকাল সাড়ে ছটা নাগাদ নাগপুরের মোমিনপুরার তবলিগি মারকাজে স্থানান্তরিত হন।
থানা কর্তৃপক্ষ নির্দেশ দেয় তারা যেন মোমিনপুরা মারকাজে আইসোলেশনে থাকে। তারা সেখানেই ছিলেন আর মহিলারা ভানখেদে একজনের বাড়িতে ছিলেন। তাদেরকে পুলিশ সহ আঞ্চলিক মেডিক্যাল অফিসার ডা. খাওয়াজা নিয়মিত দেখে যান ২৪ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত। এর পর ৩ এপ্রির ভোর সাড়ে তিনটে নাগাড়া তাদেরকে নাগপুরের সিভিল লাইনসের এমএলএ হোস্টেলে কায়ারেন্টাইনে রাখা হয়। তাদের করোনা টেস্ট করার পর দেখা যায় সবাই নেগেটিভ। কিন্তু ৫ এপ্রিল তোদের বিরুদ্ধে করোনা ছড়ানোর অভিযোগে এফআইআর করা হয়। সেই মামলায় সোমবার বোম্বে আদালত অবিরম্বে এফআইআর খারিজ করার রায় দেয়।
বোম্বে হাইকোর্টের রায় পড়তে নীচের পিডিএফ দেখুন
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct