আপনজন ডেস্ক: চিনে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের আরও বন্দি করতে ফের সক্রিয় হল চিন সরকার। ইতিমধ্যে বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে উইঘুরদের উপর নির্যাতন নিয়ে রাষ্ট্রসংঘ থেকে শুরু করে আমেরিকা ক্ষুব্ধ। সে সব তোয়াক্কা না হারে উইঘুরদের বন্দি রাখতে আরো ডিটেনশন ক্যাম্প তৈরি করছে চিন।
জিনঝিয়াং প্রদেশে উইঘুররাই সংখ্যাগরিষ্ঠ। সেখানে এবার তাদেরকে আরও কোণঠাসা করতে ডিটেনশন ক্যাম্প তৈরির সংখ্যা বাড়িয়ে চলেছে চিন। এই খবর উঠে এসেছে অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান দ্য অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইন্সটিটিউটের এক গবেষণা রিপোর্টে। বৃহস্পতিবার গবেষণা রিপোর্টটি প্রকাশ করা হয়।
চিনের এই ডিটেনশন ক্যাম্প তৈরি প্রসঙ্গে দ্য অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইন্সটিটিউটের পক্ষ থেকে বলা হয়, আগের অনুমানের চেয়ে ৪০ শতাংশ ডিটেনশন ক্যাম্প বেড়েছে জিনঝিয়াংয়ে। সেখানে ৩৮০টির বেশি ডিটেনশন ক্যাম্প রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, চীন প্রায় দশ লাখ উইঘুর মুসলিম এই সব ডিটেনশন ক্যাম্পে বন্দি করে রেখেছে। তবে চীন বলছে জঙ্গিবাদ ঠেকাতে 'নতুন করে শিক্ষা' দেয়ার উদ্দেশ্যে ক্যাম্পে বন্দি করে রাখা হয়েছে উইঘুরদের। ২০২০ সালের জুলাই পর্যন্ত জিনজিয়াংয়ে নতুন করে আরো ৬১টি ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে বলেও ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
এই গবেষণা দলের প্রধান নাথান রুসার বলেন, তথ্য প্রমাণ বিশ্লেষণ করা দেখা যায় আটক অনেক উইঘুর মুসলিমকে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। আবার কিছু কিছু উইঘুর বন্দিদের শিল্পকারখানার নিকটবর্তী ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, এ সব শিল্পকারখানায় জোর করে উইঘুর মুসলিমদের কাজ করানো হয়।
গবেষণাটি স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি, প্রত্যক্ষদর্শী এবং গণমাধ্যমের বরাত দিয়ে করা হয়েছে বলে জানিয়েছে দ্য অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইন্সটিটিউট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct