আপনজন ডেস্ক: লাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যে চীন যুদ্ধে আগ্রহী নয় বলে জানিয়েছেন তাদের প্রেসিডেন্ট শি জিনপিং। জাতিসংঘের সাধারণ সভায় এ কথা বলেন চীনের প্রেসিডেন্ট। এমন একটা সময়ে চীনা প্রেসিডেন্ট জাতিসংঘে এই ভাষণ দিলেন, যখন পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অঞ্চলে চরম উত্তেজনাপূর্ণ আবহ তৈরি হয়ে রয়েছে। সংঘাতের আশঙ্কায় দু-পক্ষই সেনা জড়ো করে রেখেছে। শি জিনপিং বলেন, 'ঠান্ডা বা গরম, কোনো লড়াই আমরা লড়তে চাই না। চীন বিশ্বব্যাপী শান্তিপূর্ণ, উন্মুক্ত, সমবায় ও সাধারণ উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বৃহত্তম উন্নয়নশীল দেশ। আমরা কখনোই আধিপত্য, প্রসার বা প্রভাব বাড়ানোর পক্ষপাতী নই।' সীমান্ত উত্তেজনায় দু'দেশের বিমান বাহিনী ঘাঁটিওগুলিও যে কোনও পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে। কূটনৈতিক থেকে সামরিক নানা পর্যায়ে একাধিকবার দু-দেশের মধ্যে বৈঠকের পরেও লাদাখে উত্তেজনা কমেনি। আলোচনায় দু-পক্ষই সেনা সরিয়ে নেওয়ার কথা বললেও চীন শেষ পর্যন্ত সে কথা রাখেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct