আপনজন ডেস্ক: শতাব্দী প্রাচীন একটি বাড়ির উঠোন খোঁড়াখুঁড়ির কাজ চলার সময় সেখানে মাটির তলা থেকে একটি পিতলের ঘটি পাওয়া যাওয়ায় মিলল গুপ্তধনের হাদিস। ঘটনাটির কালনার পূর্বস্থলীর হামিদপুর মন্ডলপাড়া গ্রামে। ততক্ষণে কাতারে কাতারে মানুষ ভিড় করে ওই বাড়িতে। এই প্রশ্ন বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছিল আশেপাশের গ্রামে। মুখে মুখে রটে গেল, গুপ্তধনের কথা। পিলপিল করে ছুটে আসতে থাকেন মানুষ। যদি শিকে ছেঁড়ে, যদি পাওয়া যায় কয়েকটা মোহর!
এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পূর্বস্থলী থানা পুলিশ। উদ্ধার করা হয় গুপ্তধন ভর্তি ওই পিতলের ঘটিকে।ওই ঘটি থেকে উদ্ধার হয় ৩৪ টি বড় ও তিনটি ছোট প্রাচীন রুপোর মুদ্রা। উদ্ধার হওয়া মুদ্রা গুলি ১৯০১ ও ১৯১৮ সালের পুরনো মুদ্রা। এখন বর্তমানে মুদ্রাটা মালিক সাজিদুল সেখ। তার বাড়ি খনন করার সময়ে মুদ্রাটি উদ্ধার হয। এই প্রাচীন বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরির পরিকল্পনা ছিল সাজিদুলের। সেই সময় রাজমিস্ত্রি ওই খনন কাজ করার সময় উদ্ধার হয় প্রাচীন মুদ্রাগুলি। তবে এই মুহূর্তে পুলিশের তত্ত্বাবধানে খনন কার্য বন্ধ রয়েছে এবং পুলিশ বাড়িটিকে ঘিরে রেখেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct