আপনজন ডেস্ক: এবার মুম্বাই পুলিশের বিরুদ্ধে এক তরুণ মুসলিম ক্যাব ড্রাইভারকে পিটিয়ে মারার অভিযোগ উঠল। ২৬ বছর বয়সি ক্যাব ড্রাইভার সুহেল শেখ মাস ছয়েক আগে বিয়ে করেছিলেন। জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর মুম্বাইয়ের চেম্বুরের আরসিএফ থানার পুলিশ তার বাড়িতে তল্লাশি করতে গিয়ে তাকে গ্রেফতার করে।
তার বাড়ি থেকে কিছু অবৈধ জিনিস না পেয়ে সুহেলকে ধরে নিয়ে যাওয়ার পর তার কাকা তৈয়্যেব মনসুরকেও থানায় দেখা করতে বলা হয়। মনসুর এক ইংরেজি নিউজ পোর্টালকে বলেন, তিনি যখন থানায় পৌঁছান তখন দেখেন সুহেলকে থানার প্রথম তলায় নিয়ে বেল্ট দিয়ে মারছে। সুহেল তখন মারের চোটে কাতরাচ্ছে।
তিনি পুলিশকে জানান, সুহেলের কম রক্তচাপে ভুগছে। তেই তাকে না মারার অনুরোধ করলেও্ পুলিশ শোনেনি। তখন পুলিশ একটা ব্যাগ নিয়ে এসে বলে এর মধ্যে মারিজুয়ানা রয়েছে। কিন্তু মারা কীভাবে বন্ধ করা যায় বলতে পুলিশ ঘুষ চায়।
মনসুর জানান, এক লাখ টাকা দিতে রাজি হন। একসঙ্গে এই টাকা জোগাড় করতে না পেরে প্রথমে ৫০ হাজার টাকা দেন। পরে সন্ধ্যায় বাকি টাকা দেওয়ার কথা বলেন। এরপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মারের চোটে সুহেল কোমায় চলে যায় থানার মধ্যে মমনসুর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার ব্রেন হেমারেজ হয়েছে বলে জানান।
মনসুর জানান, মাস ছয়েক আগে সুহেলের বিয়ে হয়েছে। ওলা ও উবের চালিয়ে সংসার চালান পরিবারের এক মাত্র আয়ের উৎস সুহেল। তবে চেম্বুরের ক্রাই ব্রাঞ্চ সাংবাদিকদের বলেন, সুহেলের পরিবারের অভিযোগ ঠিক নয় যে পুলিশ তাকে পিটিয়ে মেরেছে। তার মারা যাওয়ার কারণ পুলিশের মার নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct