আপনজন ডেস্ক: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্রথম ম্যাচে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করা চেন্নাই সুপার কিংস আজ মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালসের। টস জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠান ধোনি। শুরুতেই জসশ্বি জসওয়ালকে মাত্র ৬ রানে ফিরিয়ে দিয়ে রাজস্থানকে প্রথম ঝটকা দেন দীপক চাহার। এরপরে দ্বিতীয় উইকেটের জন্য স্টিভেন স্মিথ এবং সাঞ্জু স্যামসন মিলে ১২১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।
৩২ বলে ৭৪ রানের ঝড়ালু ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান সাঞ্জু স্যামসন। স্যামসনের এই ইনিংসে ১টি বাউন্ডারি ও ৯টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিল। স্মিথ করেন ৪৭ বলে করেন ৬৯ রান। শেষ মুহূর্তে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান জোফরা আর্চার। ৮ বলে খেলে ২৭ রান করেন ইংলিশ পেসার। টানা চার বলে চারটি ছক্কা হাঁকান। জোফরা আর্চারের লাস্ট ওভারে ঝড়ালু ইনিংসের উপর ভর করে শেষপর্যন্ত রাজস্থানের ৭ উইকেট হারিয়ে গিয়ে পৌঁছায় ২১৬ রানে। চেন্নাইয়ের হয়ে স্যাম কুরান নেন ৩ উইকেট। দীপক চাহার, লুঙ্গি এনগিদি এবং পিযুশ চাওলা নেন ১টি করে উইকেট।
২১৭ রান লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাইের ইনিংস নির্ধারিত ২০ ওভারে ২০০ রানে ইনিংস শেষ হয়। রাজস্থানের স্পিনারদের দাপটে চেন্নাইয়ের টপ অর্ডার মিডিল অর্ডার ধরাশয়ী হয়। একমাত্র চেন্নাইকে ম্যাচের মধ্যে বাঁচিয়ে রাখেন ফাফ দু প্লেসিস, চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন তিনি এছাড়া ধোনি ১৭ বলে ২৯ রানে করে নটআউট থাকেন। বাকিদের মধ্যে ওয়াটসন ৩৩ রান করেছেন। ১৬ রানে ম্যাচ জিতে স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস আইপিএল ২০২০-র অভিযান শুরু করলো।
রাজস্থানের হয়ে রাহুল তেওয়াটিয়া ৩টি উইকেট নেয়। জোফরা আর্চার, শ্রেয়স গোপাল ও টম কারান ১টি করে উইকেট নিয়েছেন। ৩২ বলে ৭৪ রানের সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছে সাঞ্জু স্যামসন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct