আপনজন ডেস্ক: আজ মঙ্গলবার মেমারি -১ পঞ্চায়েত সমিতির জেনারেল বডির মিটিং হয়। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লকের দায়িত্বভার নেওয়া নতুন বিডিও আইএএস রেহানা বশির। উপস্থিত ছিলেন বিধায়ক নার্গিস বেগম, দায়িত্বভার বহনকারী বিডিও বিপুল কুমার মন্ডল, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম সহ সকল কর্মাধ্যক্ষ ও সদস্যবৃন্দ, পঞ্চায়েত প্রধান, মেমারি ১ স্বাস্থ্য আধিকারিক ডা. হর্ষ ঘোষ, ব্লক সহ কৃষি অধিকর্তা নীলকান্ত সাহা সহ সকল আধিকারিকবৃন্দ।
এদিনের সভায় নবাগত বিডিও আইএএস রেহানা বশিরকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান বিধায়ক, সভাপতি সহ বিভাগীয় আধিকারিকবৃন্দ। কর্মরত বিডিও বিপুল কুমার মন্ডল আজ নবাগত বিডিওকে দায়িত্ব বুঝিয়ে দেন। বিপুল কুমার মন্ডল বলেন নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত জেলায় থাকবেন। এই সময়কালে সরকারি ভাবে কোথাও ট্রান্সফার অর্ডার না হলে আবার ফিরে এসে মেমারিতেই দায়িত্ব নেবেন। বিধায়ক জানান আইএএস বিডিও ম্যাডাম ব্লক লেভেলে মাস দুয়েক একপ্রকার ট্রেনিং পিরিয়ডের জন্য দায়িত্ব নিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct