আপনজন ডেস্ক: আতঙ্ক এবার মার্কিন প্রশাসনিক সদর দফতর হোয়াইট হাউসে। হোয়াইট হাউসে প্রেসিডেনন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে পাঠানো চিঠির খামে মারাত্মক বিষ পাওয়া গেছে। কানাডা থেকে এক মহিলা মোট ছটি বিষ লাগানো চিঠি পাঠিয়েছিল যার মধ্যে একটি হোয়াইট হাউসের ঠিকানায়। বাকিগুলো টেক্সাসে। সোমবার রিসিন নামক মারাত্মক বিষ মেশানো এই বিষ চিঠি পাঠানোর দায়ে রয়েলকানাডিয়ান মাউন্টেড পুলিশ মার্কিন কর্তৃপক্ষের অবিযোগ পেয়ে চিঠিটি যে মহিলা পাঠিয়েছে তাকে গ্রেফতার করেছে। তারপরেই বিষয়টি নিয়ে হোয়াইট হাউসে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
জানা গেছে মার্কিন কর্তৃপক্ষ মার্কিন-কানাড সীমান্তের নিউ ইয়র্কের বাফালোর কাছাকাছি থেকে রোববার ওই মহিলাকে গ্রেফতার করেছে। ওই মহিলার কানাডা ও ফ্রান্স উভয় দেশের নাগরিকত্ব আছে। তাকে বাফালো শহরে ফেডারেল কোর্টে বিচারক এইচ তেনেথ স্ক্রোডারের এজলাশে তোলা হচ্ছে আজ মঙ্গলবার।
মার্কিন সংবাদ মাধ্যম সূত্র জানিয়েছে, বিষসহ ওই খামটি হোয়াইট হাউসে পৌঁছানোর আগেই তা যাচাই করা হয়।মার্কিন প্রেসিডেন্টের নামে আসা চিঠিগুলো এবোবেই আগে পরীক্ষা করা হয়। তাতেই মিলেছে রিসিন নামে ভয়ঙ্কর এক প্রাকৃতিক বিষ, যা বীজের আকারের। এটি মানব দেহে প্রবেশ করে ক্ষুদ্র গর্ত করে দেয়। তারপর ৩৬ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টার মধ্যে একজনজন প্রাপ্ত বয়স্ককে মেরে ফেলতে পারে।
এ ব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, সন্দেহজনক চিঠি নিয়ে তদন্ত চলছে। তবে এ নিয়ে সাধারণ মানুষের কোনও ভয়ের কারণ নেই। তবে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন জানিয়েছে, চিঠিটি কানাডা থেকে হোয়াইট পাঠানো হয়েছে জানা গেলেও মার্কিন গোয়েন্দা সংস্থা এ নিয়ে মুখ খুলতে চায়নি। এর আগে ২০০৮ সালে এক বয়স্ক মার্কিন নৌসেনা অফিসারকে এই ধরনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তিনি মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে যে চিঠি লিখেছিলেন তাতে রিসিন বিষ মেশানো ছিল।
উইলিয়াম ক্লাইড অ্যালেন নামে ওই মার্কিন নৌসেনা অফিসারও একই ভবে চিঠির মধ্যে ছোট্ট বীজের মাধ্যমে রিসিন বিষ পাঠিয়ে হত্যা করতে চেয়েছিলেন মার্কিন নৌসেনা ও প্রেসিডেন্ট সহ অফিসারদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct