আপনজন ডেস্ক: আধুনিক যুগে স্বল্প বাসনা মহিলাদের বাড়বাড়ন্ত। নারী অধিকারকে মান্রতা দিতে তারা খোলামেলা পোশাক পরলেও কারও কিছু বলার থাকে না। এই স্বাধীনতা পাশ্চাত্য সহ বিভিন্ন দেশে থাকলেও কম্বোডিয়ায় জরিমানার মুখে পড়তে হচ্ছে। বৌদ্ধ প্রধান দেশ কম্বোডিয়ায় খাটো পোশাক বা খোলামেলা পোমাক পরলেই এবার জরিমানা করতে সে দেশের সরকার একটি আইনের খসড়া তৈরি করেছে।
এই প্রস্তাবিত আইন অনুযায়ী শরীর দেখা যায় এ রকম পোশাক কোনো মহিলা পরলে তাকে জরিমানা করার কথার বিধান রয়েছে। শালীন জীবন যাপন রক্ষার উদ্দেশ্যে এই খসড়া আইনে মহিলাদের ‘খুব বেশি খাটো অথবা খুব বেশি খোলামেলা’ পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রাখা হয়েছে। তবে, শুধু মহিলাদের ক্ষেত্রে নয়, আইনটিতে পুরুষের খালি গায়ে থাকা নিষিদ্ধ করারও প্রস্তাব দেওয়া হয়েছে।
যদিও কম্বোডিয়া সরকার এই আইন প্রসঙ্গে বলছে, ৯৭ শতাংশ বৌদ্ধ ধর্মাবলম্বীর এই দেশে সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক মান-মর্যাদা রক্ষার উদ্দেশ্যে বিলটি আনা হয়েছে। তবে সরকারের এই উদ্যোগ জানাজানি হওয়ার পর তা ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। মলিকা টান নামে এক তরুণীর উদ্যোগে প্রস্তাবিত এই আইনের বিরুদ্ধে একটি অনলাইন পিটিশন শুরু হয়েছে। আগস্টে শুরু হওয়া এই পিটিশনে ইতোমধ্যে ২১ হাজারের বেশি মানুষ সই করেছেন।
মলিকা বলেন, ‘এ ধরনের একটি আইন করার উদ্যোগ মহিলাদের ওপর আক্রমণ। যে পোশাক পরতে আমার ভালো লাগবে, আমি সেই জামা কাপড় পরতে চাই। আমি চাই না সরকার এখানে কোনো সীমা বেঁধে দিক।’
আরও অনেক নারী মনিকার এই অবস্থানের সঙ্গে একমত প্রকাশ করে সামাজিক মাধ্যমে নিজেদের ছবি পোস্ট করে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন- ‘এই জামা পরার জন্য কি আমার জরিমানা হবে?’
জানা গেছে, এই খসড়া আইন পাস হওয়ার আগে থেকেই দেশটিতে মহিলাদের খোলামেলা বা শরীর দেখা যায় এমন পোশাক পরলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছেবলে অভিযোগ উঠেছে। ‘যথাযথ’ পোশাক না পরলে গানের শিল্পী ও অভিনেত্রীদের অনুষ্ঠান নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।
এছাড়াও খসড়া আইনটিতে যারা ‘মানসিক প্রতিবন্ধী’ তাদের ‘জনসমক্ষে অবাধ’ হাঁটাচলার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে। নিষিদ্ধ করতে বলা হয়েছে সব ধরনের ভিক্ষাবৃত্তিও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct