আপনজন ডেস্ক: ডিভোর্সি মহিলা কিংবা পুরুষ উভয়ই নতুন করে সংসার পেতে থাকেন। শুনতে একটু অবাক লাগলেও এটি সত্যি। আমাদের চারপাশেই এরকম অনেক সম্পর্ক আমরা গড়ে উঠতে দেখি। আসলে স্বামীহারা কিংবা ডিভোর্সি কারো সন্তান আছে মানেই তাতে নিরাশ হওয়ার কিচ্ছু নেই। বরং এই সম্পর্কে কিছু জিনিস মেনে চললে জীবনের লম্বা সফরে আপনি শান্তিতে থাকতে পারবেন। প্রিয়জনের সঙ্গে সুখীও হতে পারবেন। নতুন করে সংসার পাতার আগে অবশ্যই মাথায় রাখবেন কিছু বিষয়। প্রথমে, যাকে মনে ধরেছে সেই মানুষটি হতেই পারেন ১ বা ২ সন্তানের বাবা-মা। কিন্তু তাতে ডেট করতে বাধা কোথায়? প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে মাঝেমধ্যেই ইচ্ছে করবে। এরপর রেস্তরাঁ, কফিশপে ডেট, লং ড্রাইভে যেতে ইচ্ছে করবে। কিন্তু এসবের মাঝে তার সন্তানকে তো অগ্রাহ্য করলে চলবে না। তিনিও তা চাইবেন না। নিজেরা একান্তে সময় কাটাতেই পারেন, কিন্তু আপনি যে তার সন্তানকে আপনাদের মাঝে পছন্দ করছেন না, এমনটা যেন না হয়। কাজেই আপনার ক্ষেত্রে হবু সঙ্গীর সন্তানকে আপন করে নেওয়াই তার মন জয় করার প্রথম পদক্ষেপ। যদি লং-টার্ম সম্পর্কে যেতে চান, তাহলে আপনার সঙ্গীর পাশাপাশি কিন্তু তার সন্তানেরও পছন্দ-অপছন্দ জানাটা জরুরি। সঙ্গীর মতোই তার সন্তানের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হতে পারেন আপনি, কিন্তু উত্তেজনায় খুব তাড়াহুড়ো করে ফেলবেন না। ধীরে সুস্থে তার ব্যাপারে জানুন, বুঝুন। ডেটিংয়ে সন্তানকে নিয়ে আসলে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct