আপনজন ডেস্ক : আজ দুবাইয়ে ১৩তম আইপিএলের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিলো বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদ। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ডেভিড ওয়ার্নার। বিরাট কোহলির দলের হয়ে ওপেন করতে নামেন দেবদূত পাড্ডিকেল ও ফিঞ্চ।আরসিবি হয়ে অভিষেক ম্যাচেই কামাল দেবদূত পড়িক্কলের। পড়িক্কলে ও ফিঞ্চ দুজনের ওপেনিং জুরি তে ১১ ওভারের ৯০ রানের পার্টনারশিপ গড়ে তোলে। ১১.৬ বলে বিজয় শঙ্কর আরসিবি কে প্রথম ঝটকা দেন। বিজয় শঙ্কের বলে ৫৬ রানের দুরন্ত ইনিংস খেলে বাঁ হাতি পড়িক্কল আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।পড়িক্কলের এই ইনিংস সাজানো ছিলো ৮টি চার । এরপরে পরে ওভারে ২৯ রানের প্যাভিলিয়নে ফিরে যান আরসিবির অপর ওপেনার ফিঞ্চ।
এরপর দীর্ঘ ৬ মাস পর ব্যাট করতে নেমে ব্যাট হাতে খুব একটা কামাল দেখাতে পারেনি বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি । ১৩ বলে ১৪ রান করে নজরাজের বলে রাসিদ খানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান বিরাট । তবে আজকের ম্যাচে স্ব- মহিমায় দেখা যায় ডি ভিলিয়ার্স কে । ফির এক বার আইপিএলে ঝড় তুলেন ডি ভিলিয়ার্স। ২৯ বলেই হাফ সেঞ্চুরি করেন ডি ভিলিয়ার্স। ৩০ বলে ৪ টি চার আর ২ ছক্কায় হাঁকিয়ে ৫১ রান করে ইনিংসের তিন বল বাকি থাকতে রানআউট হন। শেষমেষ ডি ভিলিয়ার্সেট ঝড়ালো ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে দিল্লি ক্যাপিটালস ১৬৩ রান করে ব্যাঙ্গালোর। সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে ১টি করে উইকেট নেন বিজয় শঙ্কর, টি নজরাজ আর অভিষেক শর্মা।
১৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু তেই ৬ বলে ৬ রান করার পর বেয়ারেস্টর একটি শটে বোলার উমেষ যাদবের হাতে বল লেগে গিয়ে স্ট্যাম্প লাগে । ওয়ার্নার তখন ক্রিজের বাইরে। ফলে রানআউট হয়ে ফিরে যান হায়দরাবাদের অধিনায়ক।এরপর জনি বেয়ারেস্ট আর মানিশ পান্ডে মিলে ৭১ পার্টনারশিপ গড়ে তোলেন। হায়দরাবাদের দলীয় রান যখন ৮৯ তখন ব্যাক্তিগত ৩৩ বলে ৩৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান মানিশ পান্ডে। ১২১ রানের মাথায় ৪৩ বলে ৬১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আউট হয়ে যান জনি বেয়ারস্টো। বেয়ারস্টো যখন ক্রিজে ছিলো তখন হায়দরাবাদের জয়ের সম্ভাবনা ছিল।বেয়ারস্টো আউট হয়ে যাবার পর আরসিবির বোলার সের সামনে দাঁড়াতে পারেন নি হায়দরাবাদের ব্যাটসম্যানরা। ইয়ুজবেন্দ্র চাহাল, নবদীপ সাইনি এবং শিবাম দুবে মিলে মোড় ঘুরিয়ে দেন। শেষমেষ ১৯.৪ ওভারে ১৫৩ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদের ব্যাটসম্যানরা। ফলে সানরাইজার্সকে ১০ রানে হারিয়ে জয় দিয়ে আইপিএল ২০২০'র অভিযান শুরু করলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।চাহাল নেন ৩ টি উইকেট। নবদীপ সাইনি এবং শিবাম দুবে নেন ২টি করে উইকেট। ১টি নেন ডেল স্টেইন। এবং ২ টি রানআউট।
৪ ওভারে ১৮ রান খরচ করে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্সের যুজবেন্দ্র চাহাল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct