আপনজন ডেস্ক: অনেক সময় দেখা যায় অচেনা নাম্বার থেকে ফোন আসছে। অ্যান্ড্রয়েড ফোনে সাধারণত ট্রু কলার ব্যবহার করে এতদিন জানা যেত। এবার ট্রু কলারের সঙ্গে পাল্লা দিতে গুগল বাজারে আনছে ‘ভেরিফাইড কলস’ অ্যাপ। গুগল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারসহ এই সুবিধা দিতে চলেছে।
যদিও গুগল ‘ভেরিফাইড কলস’ অ্যাপ ইতিমধ্যে স্পেন, ব্রাজিল, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে চালু করেছে। ভারত সহ অন্যান্য দেশে শীঘ্রই চালু হতে চলেছে। এরপর গুগল প্লে স্টোর থেকে ‘ভেরিফাইড কলস’ অ্যাপ ডাউনলোড করা যাবে।শিগগিরই অ্যাপটিতে নতুন একটি আপডেট আসবে। যেখানে ‘ভেরিফায়েড কলস’ ফিচার অন্তর্ভুক্ত থাকবে। যদিও সব দেশে এটি এখনও চালু হয়নি। তবে এখন স্পেন, ব্রাজিল, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এ ফিচারের সুবিধা ভোগ করতে পারছেন।
উল্লেখ্য, গুগল আপডেট সহ নতুন এই ফিচার সম্বলিত অ্যাপটি বাজারে আনলে জনপ্রিয় ট্রু কলারের বাজারে থাবা বসাবে বলে মনে করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct