আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের গোরক্ষপুর বিআরডি হাসপাতালে প্রায় ৭০টি শিশুকে অক্সিজেন সরবরাহ করে হিরো হয়ে উঠেছিলেন ডা. কাফিল খান। কিন্তু সেটা বাল চোখে দেখেনি উত্তরপ্রেদেশ সরকার। তার তাদের বিভিন্ন সময় নানা অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। সর্বশেষ জাতীয় সুরক্ষা আইনে তাকে গ্রেফতার করে মথুরার জেলে দীর্ঘদিন বন্দি করা হয়। যদিও সম্প্রতি তিনি ছাড়া পেয়েছেন।
জেল থেকে ছাড়া পেয়ে কাফিল খান অবশ্য আর উত্তরপ্রদেশে থাকাটা নিরাপদ মনে করেননি। কারণ, তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালংয়ে সিএএ বিরোধী সভায় বক্তৃতায় দেওয়ায় যেভাবে এনএসএ আইনে গারদে পোরা হয়েছে তাতে আর যোগী সরকারের উপর আস্থা রাখতে পারেননি। তাই তিনি আশ্রয় নিয়েছেন রাজস্থানের জয়পুর শহরে। এই শহরে বসেই তিনি রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থা ইউনাইটেড নেশন স হিউমান রাইটস কমিশনে চিঠি লিখে এনএসএ ও ইউএপিএ আইনের অপব্যবহার নিয়ে অভিযোগ করেছেন।
ডা. কাফিল খান রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচআরসি-কে লেখা চিঠিতে লিখেছেন, ভারতে যেভাবে দানবের আইন এনএসএ ও ইউএপিএ অপব্যবহার করে মানুষের কণ্ঠরোধ করছে তা আন্তর্জাতিক মানবাধিকার লংঘিত করছে।
ডা. কাফিল খান ইউএনএইচআরসি-কে অভিনন্দন জানিয়ে বলেছেন, তাদেরকে ধন্যবাদ তারা সিএএ বিরোধী শান্তিপূর্ণ আন্দোলনকারীদের গ্রেফতারের প্রতিবাদ জানানোর জন্য।
ডা. কাফিল খান মথুরার জেলে থাকাকালীন তার উপর অত্যাচারের কথাও তুলে ধরেন ইউএনএইচআরসি-কে লেখা তার চিঠিতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct