আপনজন ডেস্ক: পৌরানিক গল্পে বার বার একটি বিষয় তুলে ধরা হয়, সাপ নাকি দুধ খায়। যদিও এমন জিনিস স্বাভাবিক প্রক্রিয়ায় সেভাবে ঘটতে দেখা যায়নি।তবে বিভিন্ন সম্প্রদারের মানুষ মন থেকে গেঁথে ফেলেছেন যে সাপে দুধ খায়। বাস্তব চিত্র অবশ্য উল্টোটাই।দুধ হজম করতে যেই উপাদানটি প্রয়োজন হয়, সাপের পাকস্থলিতে সাধারণত সেই উপাদানটিই কখনও তৈরি হয় না। অর্থাৎ সাপ কখনও দুধ হজমই করতে পারে না। অনেক সাপের ক্ষেত্রেই দুধ বিষের মত কাজ করে। কিছু সাপ দুধ খাওয়ার সাথে সাথে মারাও যায়। তবে সাপের খেলা দেখায় যারা, তাদের কাছে সাপ দুধ খাচ্ছে, এই দৃশ্য আপনি দেখেও থাকতে পারেন। সাপকে দীর্ঘদিন জল না পান করানোর পর যেকোনও ধরণের তরল পদার্থ পান করতে দিলে তারা সেটাই পান করে। সাপকে দুধ খাওয়ানোর জন্য সাধারণত এই পদ্ধতিই অবলম্বন করে সাপের খেলা দেখানো ব্যক্তিরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct