আপনজন ডেস্ক: ব্রিটেনে ফের ছড়াচ্ছে করোনা।দ্বিতীয়বারের মতো লকডাউনে না গিয়ে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে বরিস জনসন নেতৃত্বাধীন সরকার। এর আওতায় করোনা ধরা পড়লে কিংবা করোনা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসার পরও কোয়ারেন্টাইনে না গেলে ১০ হাজার পাউন্ড জরিমানার নিয়ম তৈরি করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর করা হবে। নিম্ন আয়ের মানুষদের জন্য ৫০০ পাউন্ড করে সহায়তার বিধান রাখা হয়েছে। এছাড়া কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে এমন কর্মীদের শাস্তি দেওয়া প্রতিষ্ঠানেরও জরিমানা করা হবে নতুন আইনের আওতায়। ব্রিটেনে আরও ৪ হাজার ৪২২ জনের করোনা ধরা পড়েছে। মারা গিয়েচে ২৭ জন। স্কটল্যান্ডে নতুন রোগীর সংখ্যা ৩৫০ যা মে মাসের পর সর্বোচ্চ। ওয়েলসে নতুন করোনার রোগীর সংখ্যা ২১২ এবং নর্দান আয়ারল্যান্ডে ২২২।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct