আপনজন ডেস্ক: দিল্লি দাঙ্গায় জড়িত থাকা সন্দেহে ফেব্রুয়ারি মাসে ২৮ বছর বয়সি ইলিয়াসকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। গত ৩ সেপ্টেম্বর ইলিয়াস জামিনে মুক্তি পেয়েছেন। দিল্লি দাঙ্গায় জড়িত সন্দেহে গ্রেফতারের সময় ও গ্রেফতারের পর দিল্লি পুলিশ তার সঙ্গে যে ব্যবহার করেছে তা ব্যক্ত করেছেন ইংরেজি নিউজ পোর্টাল দ্য ওয়্যার-এ।
দ্য ওয়্যার ইলিয়াসের সঙ্গে কথা বলে তার তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেছে।
দ্য ওয়্যার-কে ইলিয়াস জানান, দিল্লি দাঙ্গার পর তাকে যখন জিগেস করা হয় করা জড়িত, তখন হিন্দু কিছু ব্যক্তির নাম বলতে থাকলে পুলিশ তাকে মুসলিমদের নাম বলতে বলে।
দ্য ওয়্যার লিখেছে, যখন ইলিয়াসকে দয়ালপুর থানায় নিয়ে যাওয়া হয় তখন তাকে সিসি টিভি ফুটেজ দেখানো হয়। একের পর একজন অভিযুক্তকে দেখানো হয় ভিড় থেকে। যখন ইলিয়াস পুলিশকে জানান তিনি কোনো ভাবেই যুক্ত হন দিল্লি দাঙ্গায়। সে সময় পুলিশ তাকে বলে তিনি যদি ঐ ভিডিও দেখে ১০ জন মুসলিমের নাম বলতে পারেন তাহলে ছেড়ে দেওয়া হবে।
ইলিয়াস শিব বিহারের রাজধানী পাবলিক স্কুল ভাঙচুরের অভযোগে ১৭ মার্চ গ্রেফতার হয়েছিলেন। পারে জামিন পেলেও ফের তাকে গ্রেফতার করা হয় ১৪ মে। তবে এবার ডিআরপি পাবলিক স্কুল ভাঙচুরের অভিযোগে। ইলিয়াসের অভিযোগ ধর্মীয় কারণেই তাকে অপরাধী বানানো হয়েছে।
ইলিয়াসের আইনজীবী আধিল সাইফুদ্দিন ও লবকেশ ভামবানি তার জামিনের জন্য পাঁচটি আবেদন করেছিলেন। লবকেশ বলেন, ইলিয়াস খুবই গরিব ও একেবারেই নিষ্পাপ যাকে দিল্লি পুলিশ গ্রেফতার করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct