আপনজন ডেস্ক: রাজ্যজুড়ে বর্ষায় ডেঙ্গু থেকে রেহাই পেতে বিশেষ সচেতনতা কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। তাই রাজ্যের বিভিন্ন প্রান্তে 'ডেঙ্গু বিজয় অভিযান' আজ রোববার শুরু করা হয়েছে।
সেই কর্মসূচির অঙ্গ হিসেবে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার উদ্যোগে 'ডেঙ্গু বিজয় অভিযান' হল। জঙ্গিপুর পুরসভার প্রতিটি ওয়ার্ডে 'ডেঙ্গু বিজয় অভিযান' কর্মসূচি নেওয়া হয়।
এ উপলক্ষে জঙ্গিপুর জুড়ে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। ব্যানারে ডেঙ্গু বিজয় অভিযানের বার্তা দিয়ে জঙ্গিপুর শহর পরিক্রমা করা হয়। এতে অংশ নেন পুরসভার চেয়ারম্যান মোজাহারুল ইসলাম সহ পুরসভার কাউন্সিলর ও অন্যান্য ব্যক্তি বর্গ।
সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই বার্তা দেওয়া হয় ডেঙ্গু বিজয় অভিযানে। অভিযানে অংশ নিয়ে পুরসভার চেয়ারম্যান মোজাহারুল ইসলাম বলেন, এটা খুব সন্তোষের ব্যাপার যে একজনও জঙ্গিপুর পুরসভা এলাকায় ডেঙ্গুতে মারা যায়নি। এলাকায় ডেঙ্গু বিজয় অভিযানে ব্যাপক সাড়া মেলে। তার জন্য তিনি এলাকার বাসিন্দাদের বিশেষ ধন্যবাদ জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct