আপনজন ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএসের সদর দফতর নাগপুরে আবার করোনা আক্রান্ত হল। শনিবার আরএসএসের সদর দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, এই সংগঠনের যে সব কর্মী এই সদর দফতরে থাকেন তাদের মধ্যে ৯ জনের করোনা পজিটিভ হয়েছে।
আরএসএসের ওই কর্মকর্তা আরও জানান, আরএসএস দফতরের যে ৯ জন স্বয়ংসেবক করোনা আক্রান্ত হয়েছেন তারা সবাই প্রবীণ নাগরিক। এদের করোনা পজিটিভ ধরা পড়েছে দিন তিনেক আগে। সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে নিয়ম মেনে। এছাড়া পুরো সদর দফতর স্যানিটাইজড করা হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, যে সময় ওই স্বয়ংসেবকদের করোনা টেস্ট হয় তখন আরএসএস প্রধান মোহন ভাগবত ও জেনারেল সেক্রেটারি ভাইয়াজি জোশি অফিসে ছিলেন না। আরএসএস সদর দফতরে ২০ জন স্বয়ংসেবক থাকেন।
অন্যদিকে, আরএসএস সদর দফতরে করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর নাগপুরের মেয়র সন্দীপ জোশি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শনিবার ও রোববার জনতা কারফিউ জারি করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct