আপনজন ডেস্ক: খুব শীঘ্রই জম্মু-কাশ্মীরকে এক বিশেষ অঞ্চলে রূপ দিতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে বিজেপি। এ লক্ষ্যে কাশ্মীরে প্রায় ৫০ হাজার মন্দির নির্মাণের কাজ শুরু করা হবে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে। বেঙ্গালুরুতে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির বক্তব্য উদ্ধৃত করে ফিনান্সিয়াল এক্সপ্রেস বলেছে, কাশ্মীরে ৫০ হাজার পুরানো ও পতিত মন্দির গড়ে তোলা এবার কেন্দ্রীয় সরকারের লক্ষ্য। তাই অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন, জরাজীর্ণ ও ভেঙে পড়া মন্দিরসমূহ পুনর্নির্মাণ করতে গিয়ে কিছু ঐতিহাসিক মসজিদ ও মাজারগুলোকে 'টার্গেট' করা হতে পারে। কার্যত আরএসএস ও বিজেপি সুপরিকল্পিত প্রদেশটিকে হিন্দুত্ববাদী অঞ্চলে পরিণত করতে চায় বলে অভিযোগ উঠেছে। যদিও কেন্দ্রীয় সরকার দাবি করেছে, অনেক মসজিদ হিন্দুদের পুরনো ধর্মীয় স্থানসমূহে স্থাপন করা হয়েছিল। কাশ্মীরি বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি অধিকৃত অঞ্চলসমূহে বিশেষ সেনা টহল বাড়ানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct