আপনজন ডেস্ক: সাম্প্রতিক ঘুর্ণিঝড় আমফানের কারণে ক্ষতিগ্রস্তরা কয়েকটি জেলায় সেরিব্রাল পলসি, মানসিক প্রতিবন্ধকতা, অটিজম, এবং বহুমুখী প্রতিবন্ধকতাযুক্ত শিশু ও ব্যক্তিদের জন্য ন্যাশনাল ট্রাস্ট বিনামূল্যে নিরাময় স্বাস্থ্যবিমা প্রদান করল শনিবার। এই স্বাস্থ্যবিমার মাধ্যমে চিকিৎসার জন্য প্রতিবন্ধীরা এক লক্ষ টাকা পাবেন । এ ব্যাপারে শনিবার নীড় আইডিয়াল হোমের উদ্যোগে হাড়োয়ার পিলখানায় এই স্বেচ্ছাসেবী সংস্থার সভাকক্ষে প্রায় পাঁচশ প্রতিবন্ধীকে নিরাময় স্বাস্থ্যবিমায় যুক্ত করার জন্য নাম নথিভুক্ত করা হয়। এরপরও যারা নাম নথিভুক্ত করতে চান তাদেরকে নীড় আইডিয়াল হোমের অফিসে যোগাযোগ করতে পারেন। এই বিমা সুবিধা পেতে যেসব নথির ফটোকপি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে সেগুলি হল প্রতিবন্ধী শংসাপত্র, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, বাবা অথবা মায়ের আধার কার্ড, ব্যাঙ্কের বইয়ের প্রথম পাতা, রেশন কার্ড। এছাড়া রঙিন পাসপোর্ট সাইজের ছবি, সংযোগ চালু থাকা দুটি ফোন নাম্বার সহ যোগাযোগ করার জন্য নীড় আইডিয়াল হোমের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ আহ্বান করেছেন। উল্লেখ্য, ইতিমধ্যে প্রায় তিন হাজার প্রতিবন্ধী এই হোমের উদ্যোগেই মানবিক ভাতা এক হাজার করে টাকা পাচ্ছেন। এদিনের এই ওয়ার্কশপে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ইমাম মোয়াজ্জীন সমিতির রাজ্য সম্পাদক আলহাজ্ব হাফেজ আজিজউদ্দিন, উত্তর চব্বিশ পরগণা জেলা পরিষদের সদস্য সঞ্জয় বিশ্বাস, চাপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী হাফিজ আহমেদ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct