আপনজন ডেস্ক: মুর্শিদাবাদের সুতির অরঙ্গাবাদের কয়াডাঙ্গার রাস্তার একেবারে বেহাল দশা। নিকাশি ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়, মনে হয় যেন কোন ছোট নদী। রাস্তার জল যাওয়ার ড্রেন না থাকায় জল জমে যায় বলে জানা গিয়েছে। এই কয়াডাঙ্গার রাস্তার ধারে সবজি ও মাছের বাজার অবস্থিত। একটি ব্যাংক ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে এখানে। ফলে এলাকাবাসী দৈনন্দিন জিনিসপত্র কিনতে এসে এবং ব্যাংকে আসার তাগিদে ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেক দিন ধরে রাস্তাটি এই অবস্থায় থাকলেও এবং এলাকাবাসী অভিযোগ করলেও কোনো সুরাহা মেলেনি।
এই রাস্তা দিয়ে অরঙ্গাবাদ, সুতি থানা, ছাপঘাটি ও এন এইচ ৩৪-এ যাওয়া যায়। তাই এই রাস্তাটি এলাকাবাসীদের কাছে খুব গুরুত্বপূর্ণ। শীঘ্রই রাস্তাটির উপযুক্ত সংস্কার করার আর্জি এলাকাবাসীদের। সেই সঙ্গে নিকাশি ব্যবস্থাও যাতে যথাযথ হয় তার আর্জি জানানো হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct