আপনজন ডেস্ক: আইপিএলের দুই সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যেকে কত ভাল দল বানাল, উদ্বোধনী ম্যাচেকে দিল কাকে মাত? এমন নানা প্রশ্নেই এখন জমজমাট ক্রিকেট দুনিয়া।
জনপ্রিয় ক্রিকেট লিগ IPL শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। একদিকে আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার নের্তৃত্বে দেশের বানিজ্যিক নগরীর এই দলটি আইপিএলের খেতাব চার বার নিজেদের নামে করেছে। পঞ্চম বারের আইপিএল ট্রফি ছুঁয়ে ফেলার লক্ষ্য নিয়ে আজ তারা মাঠে নামবে। অন্যদিকে আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংস। আইপিএলের যে কয়টি সংস্করনে তারা অংশগ্রহণ করেছিল প্রতিটিতেই প্লে অফে পৌঁছয় তারা। তিন বারের আইপিএল চ্যাম্পিয়ান দলটির এবারের অন্যতম লক্ষ্য সর্বাধিক ট্রফি জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স (৪ বার) কে ছুঁয়ে ফেলার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে ধোনি বাহিনী।
আইপিএলের ইতিহাসে মোট ৩০ বার মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান। এর মধ্যে ১৮ বার জিতেছে মুম্বাই ও ১২ বার চেন্নাই সুপার কিংস।
এবার একনজরে দেখে নেওয়া যাক চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ -
চেন্নাই সুপার কিংস:-
আম্বাতি রাইডু, শেন ওয়াটসন, ফ্যাফ ডু’প্লেসি, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, ডিজে ব্র্যাভো, রবীন্দ্র জাদেজা, ইমরান তাহির, দীপক চাহার, শার্দুল ঠাকুর, পীযূষ চাওলা।
মুম্বাই ইন্ডিয়ান্স:-
রোহিত শর্মা, ডি’কক, সূর্য কুমার যাদব, ঈশান কিষাণ, কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, কুনাল পান্ডিয়া, রাহুল চাহার, জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, ধাওয়ান কুলকার্নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct