আপনজন ডেস্ক: আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপর বিশ্বের সব প্রান্তের ক্রিকেট প্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আজ সন্ধায় মুম্বই বনাম চেন্নাই ম্যাচ দিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলের ১৩তম আসরের পর্দা উঠতে চলেছে। এই ম্যাচে জন্য প্রহর গুনে রয়েছে ধোনির অনুগামীরা কারণ এই ম্যাচ দিয়েই ৪৩৬ দিন পর মাঠে ফিরতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি।
নেতৃত্ব ছাড়লেও একজন ক্রিকেটার হিসেবে খেলা চালিয়ে যাচ্ছিলেন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। শেষবার ২০১৯ সালে ১০ জুলাই সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছিলেন ধোনি। ওই ম্যাচে হারের পর আর মাঠে নামা হয়নি ধোনির। সাময়িকভাবে ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন তিনি। যোগ দেন তাকে দেয়া সেনাবাহিনীর সম্মানজন লেফটেন্যান্ট কর্ণেল পোস্টে। দুই মাস জম্মু এবং কাশ্মীর অভিযানে অংশ নেন ধোনি।
মনে করা হচ্ছিল ধোনি ২০২০ তে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন। কিন্তু করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় সে আশাও শেষ হয়ে যায়। তারপর মনে করা হচ্ছিল যে করোনা পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হলে ক্যাপ্টেন কুলকে হয়তো নীল জার্সি গায়ে আবার খেলতে দেখা যাবে। কিন্তু স্বাধীনতা দিবসের সন্ধেতে সমস্ত জল্পনার অবসান ঘটে ধোনির একটা ইনস্টাগ্রামে পোস্টে যাতে লেখা ছিল, ‘‘সবাইকে এত ভালবাসা এবং সবসময়ের সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ ৷ আজ রাত ৭ টা ২৯ মিনিট থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলাম৷"
সবকিছু ঠিক ঠাক থাকলে দীর্ঘ ১৪ মাস পর ধোনি বাইশ গজে ফিরতে চলেছেন। খাতা কলমে হিসাব করে ৪৩৬ দিন পর আজ ধোনিকে ক্রিকেট মাঠে দেখা যেতে পারে। সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আজ প্রথমবার মাঠে নামবেন ধোনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct