আপনজন ডেস্ক: চিনের সঙ্গে বারে বারে ভারতীয় সেনা অফিসারদের বৈঠকের পরও চিনা সেনারা অনড়। তারা কোনওমতেই লাদাখের গালওয়ান বা তদসংলগ্ন এলাকা ছেড়ে যেতে চাইছে না। ভারতের লাগাতার আপত্তি সত্ত্বেও সমস্ত নিয়ম লংঘন করে বিপদজনকভাবে সেনা উপস্থিতি বজায় রেখেছে চিন।
গালওয়ান উপত্যকার পেট্রোলিং ১৪ নং পয়েন্ট থেকে চিনা সেনারা সরে দাঁড়ালেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবার প্রায় ৮০ থেকে ১০০ বর্গ কিলোমিটার জুড়ে চিনা সেনারা তৎপর হয়েছে। দিপসাংয়ে ওয়াই জংশনে পিপলস লিবারেশন আর্মির সংখ্যা বাড়িয়েই চলেছে চিন।
সূত্র উল্লেখ করে ইংরেজি দৈনিক নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, চিন দিপসাংয়ে ওয়াই জংশনে পিপলস লিবারেশন আর্মির সংখ্যা বাড়িয়ে পয়েনট নং ১০, ১১, ১১-এ, ১২ ও ১৩ তে ভারতয়ি সেনাদের পেট্রোলিংয়ে ব্যাঘাত ঘটাচ্ছে। প্রতিটি চেকপোস্টে ১৫-২০ কিমি জুড়ে রয়েছে। ফলে ভারতীয় সেনারা ৮০১০০ বর্গ কিমি এলাকায় পেট্রোলিং করতে পারছে না।
সূত্র উল্লেখ করে আরও বলা হয়েছে, ভারতীয় সেনারা পাঁচটি পয়েন্টে পেট্রোলিং করচিল। চিনা সেনারা সেখানে বাধা দিচ্ছে। দিপসাং যেহেতু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তাই সেখানে গর্ত খোঁড়া দরকার যাতে চিনা সেনারা সেখান থেকে ফিরে যায়।
এ ব্যাপারে প্রতিরক্ষা বিশারদ মেজর জেনারেল (অব) এস বি আস্থানা বলেছেন, চিনাদের পাঁতারার জন্য এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct