আপনজন ডেস্ক:করোনা সংক্রমণের জন্য পুরসভা ঢিমেতালে। তাই এই সময় নিষিদ্ধ সত্ত্বেও ব্যাপক ভাবে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বেড়ে গেছে শিলিগুড়ি শহর জুড়ে। কম মাইক্রনের এই সমস্ত ব্যাগ শিলিগুড়ি ছাড়াও অন্য ছোট শহরেও ছড়িয়ে পড়েছে। দোকানদাররা যেমন এই সকল নিষিদ্ধ ক্যারিব্যাগে জিনিসপত্র দিচ্ছেন তেমনি তা নিতেও কুণ্ঠাবোধ করছেন না ক্রেতারাও। তাই এই নিষিদ্ধ ক্যারিবাগ বন্ধে হঠাৎ অভিযান চালাল শিলিগুড়ি পুর নিগম।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিলিগুড়ি পুরনিগমের অভিযান দলটি প্রায় ছ মাস পর সক্রিয় হল। তারা অভিযান চালাল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে বসা বিধান মার্কেটের ফল ও সবজি বাজারে। বাজেয়াপ্ত করলবহুল সংখ্যক ক্যারিব্যাগ। তবে স্থানীয় মানুষজন বলছেন, এই অভিযান যদি নিয়মিত চালাত পুরনিগম তাহলে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের এত রমরমা হত না।
উল্লেখ্র, প্লাস্টিকমুক্ত শহর হিসেবে শিলিগিুড়ি বসন্ধুরা পুরস্কারে ভূষিত হয়েছিল শিলিগুড়ি। কিন্তু সেই ঐতিহ্য তারা ধরে রাখতে পারল না বলে শহরবাসী মনে করছেন। তাদের মতে শিলিগুড়িতে লকডাউনে কয়েক গুণ বেড়ে গেছে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার।অন্যদিকে এই অভিযান নিয়ে পুরনিগমের স্যানেটরি ইন্সপেক্টর মৃগাঙ্ক দে জানিয়েছেন, এবার থেকে নিয়মিত অভিযান চালানো হবে, যাতে কেউ নিষিদ্ধ ক্যরিব্যাগ ব্যবহার না করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct