আপনজন ডেস্ক: করোনা সংক্রমণের মধ্যেও বিশ্বজুড়ে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। তাই আফ্রিকার এক দেশ নাইজেরিয়ার অঙ্গ রাজ্য নতুন আইন চালু করল। নাইজেরিয়ার গভর্নর এক নতুন আইনে সই করেছেন তা চালু করার জন্য। ওই আইনে বলা হয়েছে ধর্ষণের জন্য কেউ দোষী সাব্যস্ত হলে তার পুরুষাঙ্গ অস্ত্রোপচার করে নপুংসক করে দেওয়া হবে। এই নয়া আইন চালু হচ্ছে নাইজেরিয়ার কাদুনা প্রদেশে।
নাইজেরিয়ার সরকারি সূত্র বলছে, করোনার জন্য সে দেশে লকডাউন চলছে। তা সত্ত্বেও ধর্ষণের হার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।তাই এই জঘন্য অপরাধরুখতেবৃহস্পতিবার কঠোর আইন পাস করলেন নাইজেরিয়ার কাদুনা রাজ্যের গভর্নর নাসির আহমেদ আল রুফাই।
শুধু তাই নয়, কেউ যদি শিশু ও ১৪ বছরের কমবয়সী কাউকে ধর্ষণ করে তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। এ ব্যাপারে কাদুনা প্রদেশের গভর্নর নাসির আহমেদ এল রুফাই বলেন, শিশুদের ধর্ষণের মতো ভয়ানক অপরাধ থেকে বাঁচাতে এমন কঠিন শাস্তির বিধান করার কোনো বিকল্প নেই। এটা প্রয়োজন ছিল। অবশ্য এর আগেও ধর্ষণের কঠিন শাস্তি ছিল।আগে কোনও প্রাপ্ত বয়স্ক ধর্ষণে অভিযুক্ত হলে তার যাবজ্জীবন হত। এখন তা বাড়িয়ে ২১ বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct