আপনজন ডেস্ক: সদ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছেন বহরমপুরের সাংসদ ও বিশিষ্ট কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি। কট্টর মমতা বিরোধী বলে পরিচিত এই নেতা এবার বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। শুক্রবার অধীর রাজ্যে বিজেপির উত্থান নিয়ে মমতাকে দায়ী করে অভিযোগ তুললেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সবচেয়ে বড় এজেন্ট। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের পিছনে মমতার তৃণমূল কংগ্রেসকে দায়ী করে অধীর বলেন, গেরুয়া শিবিরের সঙ্গে হাত মিলিয়েছে তৃণমূল কংগ্রেস। সংবাদ সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে এই খবর ফলাও করে প্রকাশ করেছে ডেকান হেরাল্ড, দ্য ট্রিবিউন ইন্ডিয়া প্রভৃতি ইংরেজি দৈনিক।
ওই সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, অধীর দাবি করেন, ‘বহু তৃণমূল সাংসদ সংসদে নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে ভোট দেননি। এর দ্বারা বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় বিজেপির সবচেয়ে বড় এজেন্ট’। সংবাদ সংস্থা পিটিআই অধীরের বক্তব্য প্রকাশ করে বলেছে, এক ভিডিও বার্তায় অধীর বলেন ‘আমি বাংলায় বিচেপির উত্থান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিতর্কসভায় বসতে চ্যালেঞ্জ জানাচ্ছি। তিনি কি এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন?’
পিটিআই আরও লিখেছে, অধীর চৌধুরি বলেন, ‘আমি জানতে পেরেছি তৃণমূল কংগ্রেস দিল্লিতে গিয়ে অভিযোগ করেছে কংগ্রেস বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে এবং আঞ্চলিকভাবে এই পুরনো দল আস্থা হারিয়েছে। অধীর চৌধুরির প্রতি শক্ত পাথর ছোড়ার আগে আপনার (মমতা) আর্জি জানাচ্ছি আগে তাদের মুখটা আয়নায় দেখুন।’
অধীর আরও প্রশ্ন তোলেন, ‘যদি দিদি (মমতা) ক্যাবের বিরুদ্ধে ভোট দেওয়ার নির্দেশ দিয়ে থাকেন তাহলে তার দলের সাংসদরা কীভাবে অনুপস্থিত থাকেন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct