আপনজন ডেস্ক: বাইক চালানোর জন্য মেয়েদের লাইসেন্স দিতে চাইল না পাকিস্তান সরকার। পরে সেই বাইক চালানোর লাইসেন্স আবেদনকারী মহিলা ট্যুইটারে সরব হয়ে প্রধানমন্ত্রী ইমরান খানকে ট্যাগ করার পর অবেশেষে দিন দুয়েক পর অবশ্য লাইসেন্স মিলেছে।
জানা গেছে, বাইক চালানোর জন্য করাচির এক অফিসে আবেদন করেছিলেন ফিরোজপুর ওয়ালা নোমে এক মহিলা। ওই মহিলা জানান, তিনি যখন বাইক চালানোর জন্য আবেদনপত্র জমা দেন তখন তাকে বলা হয় মেয়েরা আবার উন্মুক্ত বাইক চালাবে কেন। চার চাকার গাড়ি চালাক। এভাবে প্রথ্যাখ্যান হওয়ার পর ওই মহিলা ট্যুইটারে সরব হন। সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশ্যে প্রশ্ন করেন, পাকিস্তানে কি তাহলে মেয়েরা দু চাকার গাড়ি চালানোর জন্য লাইসেন্স পাবে না? এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল হয়। প্রশ্ন উঠতে থাকে, মহিলারা কি পাকিস্তানে বাইক চালানোর স্বাধীনতা পাবে না।
এই ঘটনার দিন দুয়েক পর ডিএসপি তাকে ডেকে পাঠিয়ে বাইক চালানোর জন্য লাইসেন্স হাতে তুলে দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct