আপনজন ডেস্ক: মক্কার জাবাল আমাদ পাহাড়ে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মায়সান অঞ্চলের জাবাল আমাদ পাহাড়ে আগুন লাগার পর তা দ্রুতগতিতে লেলিহান শিখায় ছড়িয়ে পড়ে। অগ্নিনির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থরে এলেও উঁচুনিচু রাস্তা এবং গাছপালার ঘনত্বের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় তাদের। কারণ ক্রমশ তা ছড়িয়ে পড়ে সরকারি কৃষি জমি ও বনাঞ্চল এলাকায়। বুধবার একেবারে ভোরে জাবাল আমাদে আগুন লাগার এই খবর প্রথমে চাউর হয় সোশ্যাল মিডিয়ায়।
ট্যুইট করে মক্কার কর্তৃপক্ষ জানায়, মায়সানের জাবাল আমাদ পাহাড়ের একটি বনাঞ্চল থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। এখনো পর্যন্ত কেউ হতাহত হয়নি বলেও জানানো হয়। তবে, মক্কা এলাকার সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল মুহাম্মদ বিন ওথম্যান আল কারনি জানান, জড়ো করে রাখা কাঠ থেকে আগুন লাগে। কিন্তু শুকনো ঘাস থাকায় তা দ্রুত অন্যত্র ছড়িয়ে পড়ে।
যদিও সিভিল ডিফেন্স ট্যুইট করে বলেছে, ‘খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, গত মাসে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে হাফার আল বাতিনে একটি জনবহুল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই সময়ে, গবাদিপশুর খড় বহনকারী গাড়িতে আগুন লাগে। পুড়ে যায় ২০টি ট্রাক। তীব্র বাতাসে ওই সময় সেখানে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct