আপনজন ডেস্ক: আমাদের অনেকে সারাদিন চা পানের অভ্যাস কমবেশি আছে। ক্লান্তি দূর করে মুহূর্তেই চা আমাদের চাঙ্গা করে দেয়। তাইতো যেকোনো আড্ডা চা থাকা চাই। এছাড়া একাকীত্বেও আপনার সঙ্গ দিতে তৈরি থাকে এক কাপ চা। আপনি জানেন কি, এই চা শুধুমাত্র মনকে সতেজ রাখতেই নয়, আমাদের বাহ্যিক রূপ-সৌন্দর্য বাড়াতেও বেশ কার্যকর। ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে এর ব্যবহার অতুলনীয়। এবার জেনে নেওয়া যাক রূপর্চচায় চা পাতা কীভাবে ব্যবহার করবেন। প্রথমে টি ব্যাগ ভিজিয়ে চোখের ওপরে ১০ রেখে দিন। চা পাতায় রয়েছে ক্যাফেইন, যা ডার্ক সার্কেল ও ফোলাভাব দূর করতে সাহায্য করে। ত্বকের রোদে পোড়া দাগ দূর করতেও চায়ের লিকার অতুলনীয়। কড়া লিকারে তোয়ালে ভিজিয়ে ত্বক মুছে নিন কয়েকবার। নিয়মিত করলে দাগগুলো দ্রুতই হারিয়ে যাবে। ত্বক পরিষ্কার রাখতে টোনার হিসেবে চমৎকার কাজ করে চায়ের লিকার। ব্যবহার করা টি-ব্যাগের চা পাতা শুকিয়ে স্ক্রাবার হিসেবে ব্যবহার করুন। ঠোঁট ও ত্বকের আর্দ্রতা ধরে রাখে গ্রিন টি। শ্যাম্পু করার পর বেস্ট কন্ডিশনার হতে পারে চায়ের লিকার। এক মগ চায়ের লিকারের সঙ্গে এক চা চামচ লেবুর রস দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে ও মসৃণ। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ চা ত্বক উজ্জ্বল, নরম ও মসৃণ করে। সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে, বয়সের ছাপ পড়তে বাধা দেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct