আপনজন ডেস্ক: এবার বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন জায়গা থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার মাধ্যমে প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকর করতে মায়ানমারের ওপর নতুন করে চাপ প্রয়োগ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশন উপলক্ষে সাইড লাইনে বাংলাদেশের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে আলোচনা হয়েছে। ভার্চুয়াল এ ইভেন্টের আয়োজন করে কানাডা, সৌদি আরব ও তুরস্ক। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা মায়ামারের ওপর চাপ প্রয়োগ করে। এদিকে ২৬ সেপ্টেম্বর চলতি সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা রয়েছে। এর আগে ২০১৭ সালে ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত অসংখ্য রোহিঙ্গা মায়ানমার থেকে বিতারিত হয়ে বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন রাজ্যের আশ্রয় নিয়েছে। এ পর্যন্ত রোহিঙ্গার মোট সংখ্যা প্রায় ১৫ লাখ। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে বরাবরই বিশ্ব নেতাদের কাছে দাবি জানিয়ে আসছে বাংলাদেশ । জাতিসংঘের সাধারণ পরিষদ উপলক্ষে ৭৫তম অধিবেশনের সাইড লাইনে ‘রোহিঙ্গা সমস্যার সাম্প্রতিক চার বছর টেকসই সমাধান নিশ্চিতের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আয়োজক চার দেশ ছাড়াও বিভিন্ন দেশের প্রতিনিধিরা সংকট সমাধানে মায়ানমারের ওপর চাপ প্রয়োগ করেন। মূল বক্তব্য উপস্থাপন করেন মায়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রধান নিকোলাস কৌমজিয়ান। সঞ্চালক ছিলেন কানাডার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত বব রায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct